‘কনসার্ট অফ ইউরোপ’ কী? ‘কনসার্ট অফ ইউরোপ’-এর উদ্দেশ্য কী ছিল? কনসার্ট অফ ইউরোপ কী? এর উদ্দেশ্য কী ছিল? কনসার্ট অফ ইউরোপ’ কী : ফরাসি বিপ্লবের প্রভাব মুক্ত ইউরোপ গড়ার উদ্দেশ্যে মেটারনিকের নেতৃত্বে ভিয়েনা সম্মেলনে গৃহীত সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য ইউরোপের বিভিন্ন রাষ্ট্র যে শক্তি জোট গড়ে তুলেছিল তাকে ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ নামে পরিচিত। ‘কনসার্ট অফ ইউরোপ’-এর উদ্দেশ্য : কনসার্ট অফ ইউরোপ-এর উদ্দেশ্য হল : ফরাসি বিপ্লব প্রসূত উদারনৈতিক, গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা প্রতিরোধ করাকে নিশ্চিত করা। এই প্রতিরোধ ব্যবস্থা ঠিকমত কার্যকর করার জন্য জোটবদ্ধ ভাবে প্রচেষ্টা চালানো। এই কাজের অগ্রগতি পর্যালোচনা করার জন্য নিয়মিত বৈঠকের আয়োজন করা। বিকল্প প্রশ্ন : ১) ‘ইউরোপীয় শক্তি সমবায়’ কী? ‘ইউরোপীয় শক্তি সমবায়’-এর উদ্দেশ্য কী ছিল?
ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল Causes and consequences of the Crimean War ক্রিমিয়ার যুদ্ধ : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে রাশিয়া তুরস্ক দখল করার চেষ্টা করলে, বলকান অঞ্চলে গুরুতর সংকট সৃষ্টি হয় যা, বলকান সমস্যা নামে পরিচিত। মূলত এই সমস্যাকে কেন্দ্র করে ১৮৫৩ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৮৫৪ সালে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির পিডমন্ট-সার্ডেনিয়া সহ কিছু দেশ তুরস্কের পক্ষ অবলম্বন করলে আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়ার যুদ্ধের সূত্রপাত হয়। ক্রিমিয়ার যুদ্ধের কারণ : ক্রিমিয়ার যুদ্ধের কারণ কে দু ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ। ক্রিমিয়ার যুদ্ধের পরোক্ষ কারণ : রাশিয়ার শক্তি বৃদ্ধি : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার কারণে বলকান সমস্যা সৃষ্টি হয়। এই সুযোগে রাশিয়া ১৮৩০ সালে তুরস্কের কাছ থেকে বসফরাস ও দার্দানেলস প্রণালীতে রুশ জাহাজ চলাচলের অধিকার আদায় করে। রাশিয়ার এই শক্তি বৃদ্ধিতে ইংল্যান্ড ফ্রান্স ও অস্ট্রেলিয়া আতঙ্কিত হয়ে পড়ে। তুরস্ক দখলের পরিকল্পনা : ১৮৫৩ সালে রাশিয়া ইংল্যান্ড এর কাছে তুরস্ককে ব্যবচ্ছে...