ভিয়েনা সম্মেলনের গুরুত্ব
ভিয়েনা সম্মেলনের গুরুত্ব |
ভিয়েনা সম্মেলনের গুরুত্ব বা তাৎপর্য :
ভিয়েনা সম্মেলনের ত্রুটি :
ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য বিশ্লেষণ করলে এর বেশ কিছু ত্রুটি ধরা পড়ে।১) যুগধর্মকে অস্বীকার :
এই যুগের চাহিদা ছিল আধুনিক গণতন্ত্র, জাতীয়তাবাদ ও উদারনৈতিক ভাবধারাকে মূল্য দেওয়া। কিন্তু ভিয়েনা সম্মেলনের প্রতিনিধিরা এই যুগধর্মকে অস্বীকার করে পুরাতনতন্ত্রকে ফিরে এনেছিলেন।
২) ভূখণ্ড দখল :
ভিয়েনা সম্মেলনের উদ্যোক্তারা মুখে ন্যায় ও সততার কথা বললেও বাস্তবে পরাজিত দেশগুলির ভূখণ্ড দখল করাই ছিল তাদের মূল লক্ষ্য।
৩) বৃহৎ রাষ্ট্রশক্তির আধিপত্য :
ভিয়েনা সম্মেলন নামে মাত্রই ইউরোপীয় রাষ্ট্র বর্গের সম্মেলন ছিল। মূলত এই সম্মেলনকে সার্বিকভাবে নিয়ন্ত্রণ করেছিল চারটি বৃহৎ রাষ্ট্রশক্তি। এরা হলো অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড। অন্যেরা ছিল কেবলমাত্র ‘শোভাবর্ধনকারী’ মাত্র।
প্রথমত : ভিয়েনা সম্মেলন পরবর্তী প্রায় ৪০ বছর ইউরোপকে যুদ্ধ মুক্ত রাখতে সক্ষম হয়েছিল
দ্বিতীয়ত : ইতালি ও জার্মানির ঐক্য আন্দোলনকে পরোক্ষভাবে উৎসাহিত করেছিল।
তৃতীয়ত : ভিয়েনা সম্মেলন থেকেই জাতিসংঘ ও জাতিপুঞ্জের মত আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্থাপনের অনুপ্রেরণা এসেছিল।
চতুর্থত : সামন্ততন্ত্রের ধ্বংস করে আধুনিক রাষ্ট্রের জন্মের ধারণা ভিয়েনা সম্মেলন থেকেই শুরু হয়েছিল।
মূলত, এ কারণেই ঐতিহাসিক কেটেলবি বলেছেন ভিয়েনা বন্দোবস্ত আধুনিক রাষ্ট্রের ভিত্তে স্থাপন করেছিল। (The foundation of the European States of the 19th century was laid at Vienna in 1815)
ভিয়েনা সম্মেলনের গুরুত্ব / তাৎপর্য / প্রভাব ঃ
তবে এই সমস্ত ত্রুটি সত্ত্বেও এই সম্মেলনের প্রভাব হয়েছিল সুদূর প্রসারী। কেননা,প্রথমত : ভিয়েনা সম্মেলন পরবর্তী প্রায় ৪০ বছর ইউরোপকে যুদ্ধ মুক্ত রাখতে সক্ষম হয়েছিল
দ্বিতীয়ত : ইতালি ও জার্মানির ঐক্য আন্দোলনকে পরোক্ষভাবে উৎসাহিত করেছিল।
তৃতীয়ত : ভিয়েনা সম্মেলন থেকেই জাতিসংঘ ও জাতিপুঞ্জের মত আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্থাপনের অনুপ্রেরণা এসেছিল।
চতুর্থত : সামন্ততন্ত্রের ধ্বংস করে আধুনিক রাষ্ট্রের জন্মের ধারণা ভিয়েনা সম্মেলন থেকেই শুরু হয়েছিল।
মূলত, এ কারণেই ঐতিহাসিক কেটেলবি বলেছেন ভিয়েনা বন্দোবস্ত আধুনিক রাষ্ট্রের ভিত্তে স্থাপন করেছিল। (The foundation of the European States of the 19th century was laid at Vienna in 1815)
---------------------xx-------------------
মনে রেখো ঃ
প্রশ্নটির মান ২ হলে শুধুমাত্র নিচের অংশটুকু (ভিয়েনা সম্মেলনের গুরুত্ব / তাৎপর্য / প্রভাব )
লিখলেই হবে।
ভিয়েনা সম্মেলন সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তর :
- ভিয়েনা সম্মেলনের (১৮১৫) পটভূমি
- ভিয়েনা সম্মেলনের মূলনীতি
- ভিয়েনা সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য
- ভিয়েনা সম্মেলনের গুরুত্ব
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন