ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান
ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান |
ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো।
১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফরাসি দার্শনিক মন্তেস্কু, রুশো, ভলতেয়ার, ডেনিস দিদেরো প্রমূখ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন।ফরাসি বিপ্লবে মন্তেস্কুর অবদান :
ফরাসি দার্শনিক মন্তেস্কু বিখ্যাত গ্রন্থ ‘দা স্পিরিট অফ লজ’। এই গ্রন্থের মাধ্যমে তিনি রাজার ‘স্বর্গীয় অধিকার তত্ত্ব’ নীতির সমালোচনা করেন।অন্যদিকে ‘দ্য পারসিয়ান লেটারস’-এর মাধ্যমে তিনি ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য আইন, শাসন ও বিচারবিভাগকে পৃথক করার দাবি জানান। সেই সঙ্গে সাধারণ মানুষের জন্য ধনবন্টন ও ভোটাধিকারের দাবি করেন।
ফরাসি বিপ্লবে ভলতেয়ারের অবদান :
ভলতেয়ার ছিলেন অষ্টাদশ শতাব্দীর ফ্রান্সের একজন যুক্তিবাদী দার্শনিক। তিনি তার বিখ্যাত গ্রন্থ ‘কাঁদিদ’-এর মাধ্যমে ফরাসি গির্জার দুর্নীতি কুসংস্কার অন্ধবিশ্বাস ও অনাচারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তার ব্যঙ্গাত্মক লেখনীর মাধ্যমে সাধারণ ফরাসি জনগণকে স্বৈরাচারী রাজতন্ত্র ও দুর্নীতিগ্রস্ত চার্চের বিরুদ্ধে সচেতন করে তোলেন।ফরাসি বিপ্লবে রুশোর অবদান :
অষ্টাদশ শতক ছিল জ্ঞানদীপ্তির যুগ। এই যুগের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও জনপ্রিয় দার্শনিক ছিলেন রুশো। তিনি তাঁর ‘সামাজিক চুক্তি’ গ্রন্থের মাধ্যমে রাজার ঐশ্বরিক ক্ষমতাকে যুক্তি দিয়ে খণ্ডন করেন। তিনি বলেন, রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস রাজা নয়, দেশের জনগণ। জনগণের ইচ্ছাতেই রাজা শাসন ক্ষমতা লাভ করে থাকেন। তাই জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করতে না পারলে, জনগণের অধিকার আছে, রাজাকে ক্ষমতাচ্যুত করার।অন্যদিকে ‘অসাম্যের সূত্রপাত’ গ্রন্থে তিনি দাবী করেন, মানুষ স্বাধীন ও সমানাধিকার নিয়ে জন্মায়। কিন্তু বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা তাকে দরিদ্র ও পরাধীন করে তোলে।
ফরাসি বিপ্লবে ডেনিস দিদেরোর অবদান :
ডেনিস দিদেরো, ডি এলেম্বার্ট প্রমূখ দার্শনিক রাষ্ট্র ও গির্জার অন্যায়ের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে ফরাসি জনগণকে বিপ্লবমুখী হতে পরোক্ষে উৎসাহিত করেন।ফরাসি বিপ্লবে ফিজিওক্র্যাট গোষ্ঠীর অবদান :
অষ্টাদশ শতকের ফ্রান্সের অর্থনীতিবিদদের একটি গোষ্ঠী হল ফিজিওক্র্যাট। এরা তৎকালীন ফ্রান্সের বাণিজ্যি ও শুল্কনীতির তীব্র সমালোচনা করেন এবং অবাধ বাণিজ্য নীতি ও বেসরকারি শিল্প স্থাপনের দাবী জানায়।মূল্যায়ন :
এইভাবে প্রায় সমস্ত দার্শনিক যুক্তি ও বুদ্ধির আলোকে তৎকালীন ফ্রান্সের সমাজ, ধর্ম, রাজনীতি ও অর্থনৈতিক ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। ফলে ফরাসি বিপ্লবের মনস্তাত্ত্বিক পটভূমি তৈরি হয় বলে ঐতিহাসিক রুদে দাবি করেন।তবে কোন কোন ঐতিহাসিক ফরাসি বিপ্লবের নেপথ্যে দার্শনিকদের ভূমিকাকে নগণ্য বলে উল্লেখ করেছেন। ডেভিড টমসন বলেছেন, “বিপ্লব ঘটার পিছনে দার্শনিকদের প্রভাব ছিল ক্ষীণ ও পরোক্ষ।” তবে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে, “দার্শনিক গণ জনগণের মধ্যে বিপ্লবের যে বিষ বপন করেছিলেন তা উপযুক্ত জমিতে যথাসময়ে অঙ্করিত হয়।”
------------xx------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন