নবম শ্রেণি, চতুর্থ অধ্যায়। শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ :
বিভাগ - ক
১) সঠিক উত্তর নির্বাচন করো (MCQ) :
এই বিভাগে বহুবিকল্পধর্মী প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নগুলোর মান - ১ । প্রত্যেকে প্রশ্নের উত্তর প্রশ্নের সঙ্গেই দেওয়া থাকবে। একটি প্রশ্নের উত্তরের চারটি অপশন দেওয়া থাকবে। এদের মধ্যে একটি উত্তর সঠিক হবে। তোমাকে সঠিক উত্তরটি বেছে খাতায় লিখতে হবে।
নবম শ্রেণির চতুর্থ অধ্যায়ের বহুবিকল্পধর্মী (MCQ) প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো।
খ - বিভাগ
২) একটি বাক্যে উত্তর দাও :
এই বিভাগে অতিসংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নগুলোর মান - ১ । প্রত্যেকে প্রশ্নের উত্তর নিজে একটি (প্রয়োজনে দুটি বাক্য ব্যবহার করতে পারো) পূর্ণ বাক্যে লিখতে হবে।
নবম শ্রেণির চতুর্থ অধ্যায়ের অতিসংক্ষিপ্ত (একটি বাক্যে উত্তর) প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো।
গ - বিভাগ
৩) দুই-তিন বাক্যে উত্তর দাও।
এই বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নগুলোর মান - ২ । প্রত্যেকে প্রশ্নের উত্তর নিজে দুই-তিন (প্রয়োজনে চারটি বাক্য ব্যবহার করতে পারো) বাক্যে লিখতে হবে।
নবম শ্রেণির চতুর্থ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন (তিন-চারটি বাক্যে উত্তর) ও উত্তর পেতে এখানে ক্লিক করো।
ঘ - বিভাগ
৪) সাত-আট বাক্যে উত্তর দাও :
এই বিভাগে বিশ্লেষণধর্মী প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নগুলোর মান - ৪ । প্রত্যেকে প্রশ্নের উত্তর নিজে সাত-আট (প্রয়োজনে দশটি বাক্য ব্যবহার করতে পারো) বাক্যে লিখতে হবে।
নবম শ্রেণির চতুর্থ অধ্যায়ের বিশ্লেষণধর্মী (সাত আট বাক্যে উত্তর) প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো।
ঙ - বিভাগ
৫) পনের-ষোল বাক্যে উত্তর দাও
এই বিভাগে ব্যাখ্যামুলক প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নগুলোর মান - ৮ । প্রত্যেকে প্রশ্নের উত্তর নিজে পনের-ষোলো (প্রয়োজনে আঠারোটি বাক্য ব্যবহার করতে পারো) বাক্যে লিখতে হবে।
নবম শ্রেণির চতুর্থ অধ্যায়ের ব্যাখ্যামুলক (পনের ষোলো বাক্যে উত্তর) প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করো।
উত্তরের জন্য প্রশ্নের ওপর ক্লিক কর
ক বিভাগ
খ বিভাগ
উত্তর ঃ ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়।
রাশিয়ায় প্রকৃত শিল্পবিপ্লব ঘটেছিল ১৮৯০ সালে জার দ্বিতীয় নিকোলাসের আমলে।
১৮৬১ সালে জার দ্বিতীয় আলেকজান্ডারের আমলে রাশিয়ায় শিল্পবিপ্লবের সূচনা হয়।
জার্মানিতে বিসমার্কের নেতৃত্বে ১৮৭০ সালের পর প্রকৃতপক্ষে শিল্পবিপ্লব শুরু হয়।
ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের আমলকে ফ্রান্সের শিল্পবিপ্লবের স্বর্ণযুগ বলা হয়।
'শিল্পবিপ্লব'কে তরান্বিত করেছিল এমন কয়েকটি বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম হল --
১) ফ্লাইং শাটল,
২) স্পিনিং জেনি,
৩) ওয়াটার ফ্রেম, ইত্যাদি।
বস্ত্রশিল্পকে কেন্দ্র করে ইংল্যান্ডে শিল্পবিপ্লব শুরু হয়েছিল।
ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবী শিল্পবিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন।
আর্নল্ড টয়েনবী গ্রেট ব্রিটেনের লোক।
উত্তর ঃ ফরাসি সমাজবিদ ও দার্শনিক অগাস্তে ব্ল্যাংকি সর্বপ্রথম ১৮৩৭ সালে শিল্পবিপ্লব কথাটি ব্যবহার করেন।
গ - বিভাগ
---------------##------------
নবম শ্রেণির ইতিহাসের (অন্যান্য অধ্যায়ে) প্রশ্ন ও উত্তর পেতে নিচের লিঙ্কেগুলোতে ক্লিক করো।
নবম শ্রেণির ইতিহাস। অধ্যায় : প্রাক-কথন - 👉 এখানে ক্লিক করো
নবম শ্রেণির ইতিহাস। প্রথম অধ্যায় 👉 এখানে ক্লিক করো
নবম শ্রেণির ইতিহাস। দ্বিতীয় অধ্যায় 👉 এখানে ক্লিক করো
নবম শ্রেণির ইতিহাস। চতুর্থ অধ্যায় 👈 তুমি এখন এখানে আছো।
আরও অনেক question চাই
উত্তরমুছুনHaa. 6ai.
মুছুনহ্যাঁ
উত্তরমুছুনফ্যাক্টরি প্রথা কি
উত্তরমুছুনবৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিস্কারের সঙ্গে ইংল্যান্ডের শিল্পবিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ কর
উত্তরমুছুনPlz ai question ta aktu bola daban
মুছুনHmmm aktu bole deben please
মুছুনPlz boladanan
মুছুন"শিল্প বিপ্লবের ফলে ধনী আরো ধনী ও গরীব আরো গরীব হয়েছিল"--এই কথাটি কে বলেছেন?
উত্তরমুছুন