‘হেটাইরিয়া ফিলিকে’ কী?
হেটাইরিয়া ফিলিকে কী? |
‘হেটাইরিয়া ফিলিকে’ হল বলকান জাতীয়তাবাদে বিশ্বাসী একটি গ্রিসের গুপ্ত সমিতি। ১৮১৪ সালে ওডেসাতে চারজন গ্রীক বণিক এই সমিতি প্রতিষ্ঠা করেন।
হেটাইরিয়া ফিলিকে গঠনের প্রধান উদ্দেশ্য ছিল তুর্কীদের বিতাড়িত করে প্রাচীন গ্রিক সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করা। এই উদ্দেশ্য নিয়েই তারা সারাদেশে স্বাধীনতা সংগ্রামের জন্য গোপনে প্রস্তুতি চালাতে থাকে। ১৮২০ সালের মধ্যে এই সংগঠনের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ লক্ষ। বস্তুত, গ্রিসের স্বাধীনতা আন্দোলনে হেটাইরিয়া ফিলিকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-------------xx-----------
এই বিষয়ের উপর বিকল্প প্রশ্নগুলি হল :
- ‘হেটাইরিয়া ফিলিকে’ কোথায় কত সালে গড়ে তোলা হয়?
- ‘হেটাইরিয়া ফিলিকে’ গড়ে তোলার উদ্দেশ্য কী ছিল?
- কারা কী কারণে ‘হেটাইরিয়া ফিলিকে’ গড়ে তোলেন?
- গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম লেখো। এই সমিতির প্রধান উদ্দেশ্য কী ছিল?
এই বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর হল :
- ‘বলকান জাতীয়তাবাদ’ কী?
- ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল কী হয়েছিল?
- কাকে কেন ‘রাশিয়ার মুক্তিদাতা জার’ বলা হয়?
- ‘মীর’ কাদের বলা হয়?
- ‘মুক্তির ঘোষণা’ কে কী উদ্দেশ্যে করেছিলেন?
- ‘হেটাইরিয়া ফিলিকে’ কী? (তুমি এখন এখানে আছো)
- কাকে, কেন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন