‘বলকান জাতীয়তাবাদ’ কী?
‘বলকান জাতীয়তাবাদ’ কী? |
‘বলকান’ শব্দের অর্থ হল পর্বত। ভৌগোলিক দিক থেকে দানিয়ুব ও ইজিয়ান সাগরের মধ্যবর্তী পার্বত্য অঞ্চল ‘বলকান অঞ্চল’ নামে পরিচিত।
ফরাসি বিপ্লবের জাতীয়তাবাদী ভাবধারা এই অঞ্চলের বলকান জাতিগুলিকে গভীরভাবে প্রভাবিত করে। তাদের মধ্যে স্বাধীনতা সংগ্রামের ভাবনা সক্রিয় হয়ে ওঠে এবং গ্রীস, সার্বিয়া, মোলদাভিয়া, মন্টিনিগ্রো প্রভৃতি অঞ্চলে ব্যাপক জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। বলকান জাতিগুলির এই স্বাধীনতা লাভের ইচ্ছা ও তৎপ্রসূত জাতীয়তাবাদী ভাবনা ‘বলকান জাতীয়তাবাদ’ নামে পরিচিত।
------------xx-------------
এই বিষয়ে বিকল্প প্রশ্নগুলি হল :
- ‘বলকান অঞ্চল’ বলতে কী বোঝো?
- কীভাবে বলকান জাতীয়তাবাদ গড়ে ওঠে?
- ‘বলকান’ কথার অর্থ কি? কোন অঞ্চল ‘বলকান’ নামে পরিচিত?
- ‘বলকান জাতীয়তাবাদ’ গড়ে ওঠার প্রধান কারণ কি ছিল?
এই বিষয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি হল :
- ‘বলকান জাতীয়তাবাদ’ কী? (তুমি এখন এখানে আছো)
- ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল কী হয়েছিল?
- কাকে কেন ‘রাশিয়ার মুক্তিদাতা জার’ বলা হয়?
- ‘মীর’ কাদের বলা হয়?
- ‘মুক্তির ঘোষণা’ কে কী উদ্দেশ্যে করেছিলেন?
- ‘হেটাইরিয়া ফিলিকে’ কী?
- কাকে, কেন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন