‘হেটাইরিয়া ফিলিকে’ কী? হেটাইরিয়া ফিলিকে কী? ‘হেটাইরিয়া ফিলিকে’ হল বলকান জাতীয়তাবাদে বিশ্বাসী একটি গ্রিসের গুপ্ত সমিতি। ১৮১৪ সালে ওডেসাতে চারজন গ্রীক বণিক এই সমিতি প্রতিষ্ঠা করেন। হেটাইরিয়া ফিলিকে গঠনের প্রধান উদ্দেশ্য ছিল তুর্কীদের বিতাড়িত করে প্রাচীন গ্রিক সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করা। এই উদ্দেশ্য নিয়েই তারা সারাদেশে স্বাধীনতা সংগ্রামের জন্য গোপনে প্রস্তুতি চালাতে থাকে। ১৮২০ সালের মধ্যে এই সংগঠনের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ লক্ষ। বস্তুত, গ্রিসের স্বাধীনতা আন্দোলনে হেটাইরিয়া ফিলিকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। -------------xx----------- এই বিষয়ের উপর বিকল্প প্রশ্নগুলি হল : ‘হেটাইরিয়া ফিলিকে’ কোথায় কত সালে গড়ে তোলা হয়? ‘হেটাইরিয়া ফিলিকে’ গড়ে তোলার উদ্দেশ্য কী ছিল? কারা কী কারণে ‘হেটাইরিয়া ফিলিকে’ গড়ে তোলেন? গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম লেখো। এই সমিতির প্রধান উদ্দেশ্য কী ছিল? এই বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর হল : ‘বলকান জাতীয়তাবাদ’ কী ? ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল কী হয়েছিল ? কাকে কেন ‘ রাশিয়ার মুক্তিদাতা জার ’ বলা হয় ? ‘মীর’ কাদের বলা হয়? ‘মুক...
ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল Causes and consequences of the Crimean War ক্রিমিয়ার যুদ্ধ : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে রাশিয়া তুরস্ক দখল করার চেষ্টা করলে, বলকান অঞ্চলে গুরুতর সংকট সৃষ্টি হয় যা, বলকান সমস্যা নামে পরিচিত। মূলত এই সমস্যাকে কেন্দ্র করে ১৮৫৩ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৮৫৪ সালে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির পিডমন্ট-সার্ডেনিয়া সহ কিছু দেশ তুরস্কের পক্ষ অবলম্বন করলে আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়ার যুদ্ধের সূত্রপাত হয়। ক্রিমিয়ার যুদ্ধের কারণ : ক্রিমিয়ার যুদ্ধের কারণ কে দু ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ। ক্রিমিয়ার যুদ্ধের পরোক্ষ কারণ : রাশিয়ার শক্তি বৃদ্ধি : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার কারণে বলকান সমস্যা সৃষ্টি হয়। এই সুযোগে রাশিয়া ১৮৩০ সালে তুরস্কের কাছ থেকে বসফরাস ও দার্দানেলস প্রণালীতে রুশ জাহাজ চলাচলের অধিকার আদায় করে। রাশিয়ার এই শক্তি বৃদ্ধিতে ইংল্যান্ড ফ্রান্স ও অস্ট্রেলিয়া আতঙ্কিত হয়ে পড়ে। তুরস্ক দখলের পরিকল্পনা : ১৮৫৩ সালে রাশিয়া ইংল্যান্ড এর কাছে তুরস্ককে ব্যবচ্ছে...