আধুনিক যুগে কীভাবে ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল লেখ। আধুনিক যুগের শুরু থেকেই ব্যবসাবাণিজ্য বাড়তে থাকে। নবজাগরণের হাত ধরে তা আরও ব্যপকতা লাভ করে। এই সময় বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারের কল্যাণে কৃষি ও শিল্পের উৎপাদনে ব্যপক উন্নতি সাধিত হয়। ফলে কৃষি ও শিল্প পণ্যের বিক্রি করার কাছে নামে এক শ্রেণির মানুষ। এরাই ব্যবসায়ী নামে পরিচিতি লাভ করে। এভাবে এক এক পণ্যের বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে এক একটি ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্ভব হয়। ----------##-------- এই বিভাগের অন্যান্য প্রশ্ন ১) কে কীভাবে সম্রাট শার্লামেন কে রোমান সাম্রাজ্যের সম্রাট পদে অভিষিক্ত করেছিলেন? উত্তর পেতে এখানে ক্লিক করো । ২) অভিষেক দ্বন্দ্ব কী ? উত্তর পেতে এখানে ক্লিক করো । ৩) ওয়ার্মসের চুক্তি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই চুক্তির ফলাফল বা তাৎপর্য নির্ণয় করো। উত্তর পেতে এখানে ক্লিক করো । ৪) সার্ফ কাদের বলা হয়? উত্তর পেতে এখানে ক্লিক করো । ৫) ব্ল্যাক ডেথ কী? উত্তর পেতে এখানে ক্লিক করো । ৬) আধুনিক যুগে কীভাবে ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল লেখ। উত্তর পেতে ...
ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল Causes and consequences of the Crimean War ক্রিমিয়ার যুদ্ধ : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে রাশিয়া তুরস্ক দখল করার চেষ্টা করলে, বলকান অঞ্চলে গুরুতর সংকট সৃষ্টি হয় যা, বলকান সমস্যা নামে পরিচিত। মূলত এই সমস্যাকে কেন্দ্র করে ১৮৫৩ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৮৫৪ সালে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির পিডমন্ট-সার্ডেনিয়া সহ কিছু দেশ তুরস্কের পক্ষ অবলম্বন করলে আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়ার যুদ্ধের সূত্রপাত হয়। ক্রিমিয়ার যুদ্ধের কারণ : ক্রিমিয়ার যুদ্ধের কারণ কে দু ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ। ক্রিমিয়ার যুদ্ধের পরোক্ষ কারণ : রাশিয়ার শক্তি বৃদ্ধি : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার কারণে বলকান সমস্যা সৃষ্টি হয়। এই সুযোগে রাশিয়া ১৮৩০ সালে তুরস্কের কাছ থেকে বসফরাস ও দার্দানেলস প্রণালীতে রুশ জাহাজ চলাচলের অধিকার আদায় করে। রাশিয়ার এই শক্তি বৃদ্ধিতে ইংল্যান্ড ফ্রান্স ও অস্ট্রেলিয়া আতঙ্কিত হয়ে পড়ে। তুরস্ক দখলের পরিকল্পনা : ১৮৫৩ সালে রাশিয়া ইংল্যান্ড এর কাছে তুরস্ককে ব্যবচ্ছে...