১৮১৫ খ্রিস্টাব্দে ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইতালিতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়? ফরাসি সম্রাট নেপোলিয়ন বহুধা বিভক্ত ইতালির রাজ্যগুলি জয় করে ফ্রান্সের অধীনে আনলে ইতালি সর্বপ্রথম রাজনৈতিক ঐক্যের আস্বাদ পায়। ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইতালিতে গৃহীত পদক্ষেপ: ১৮১৫ খ্রিস্টাব্দে ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইতালিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। যেমন- [1] ন্যায্য অধিকার নীতি: ভিয়েনা সম্মেলনে নেতৃবৃন্দ ন্যায্য অধিকার নীতির দ্বারা ইতালিকে ৮ টি রাজ্যে বিভক্ত করে ইতালির নবজাগ্রত জাতীয়তাবাদ ধ্বংস করার উদ্যোগ নেন। বিভিন্ন রাজ্যে বিদেশি শাসক ও সামন্তপ্রভুদের আধিপত্য ফিরিয়ে আনা হয়। ইতালির একমাত্র পিডমন্ট-সার্ডিনিয়ায় ইতালীয় বংশোদ্ভূত রাজা ছিলেন। [2] বিদেশি আধিপত্য: ভিয়েনা বন্দোবস্ত অনুসারে- [i] উত্তর ইতালির লাম্বার্দি ও ভিনিশা অস্ট্রিয়ার অধীনে চলে যায়। [ii] অস্ট্রিয়ার হ্যাপসবার্গ বংশ মধ্য ইতালির পার্মা, মডেনা, টাস্কানি প্রভৃতি রাজ্যে আধিপত্য প্রতিষ্ঠা করে। [iii] বিদেশি পোপ মধ্য ইতালীতে নিজের শাসনক্ষমতা ফিরে পান। [iv] অস্ট্রিয়ার অনুগত বুরবো বংশীয় র...
ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল Causes and consequences of the Crimean War ক্রিমিয়ার যুদ্ধ : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে রাশিয়া তুরস্ক দখল করার চেষ্টা করলে, বলকান অঞ্চলে গুরুতর সংকট সৃষ্টি হয় যা, বলকান সমস্যা নামে পরিচিত। মূলত এই সমস্যাকে কেন্দ্র করে ১৮৫৩ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৮৫৪ সালে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির পিডমন্ট-সার্ডেনিয়া সহ কিছু দেশ তুরস্কের পক্ষ অবলম্বন করলে আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়ার যুদ্ধের সূত্রপাত হয়। ক্রিমিয়ার যুদ্ধের কারণ : ক্রিমিয়ার যুদ্ধের কারণ কে দু ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ। ক্রিমিয়ার যুদ্ধের পরোক্ষ কারণ : রাশিয়ার শক্তি বৃদ্ধি : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার কারণে বলকান সমস্যা সৃষ্টি হয়। এই সুযোগে রাশিয়া ১৮৩০ সালে তুরস্কের কাছ থেকে বসফরাস ও দার্দানেলস প্রণালীতে রুশ জাহাজ চলাচলের অধিকার আদায় করে। রাশিয়ার এই শক্তি বৃদ্ধিতে ইংল্যান্ড ফ্রান্স ও অস্ট্রেলিয়া আতঙ্কিত হয়ে পড়ে। তুরস্ক দখলের পরিকল্পনা : ১৮৫৩ সালে রাশিয়া ইংল্যান্ড এর কাছে তুরস্ককে ব্যবচ্ছে...