ইয়ং ইতালি কী?
ইয়ং ইতালি কী |
‘ইয়ং ইতালি’ হল ইতালির একটি বিপ্লবী গুপ্ত সমিতি। ১৮৩২ সালে ফ্রান্সের মার্সাই শহরে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন ‘ইতালির ঐক্য আন্দোলনে’র প্রাণপুরুষ জোসেফ ম্যাৎসিনি। ৪০ বছর বয়স পর্যন্ত যেকোনো ইতালীয় নাগরিক এই গুপ্ত সমিতির সদস্য হতে পারতেন
ইয়ং ইতালির উদ্দেশ্য ছিল কোন বিদেশী শক্তির সাহায্য ছাড়াই ইতালিবাসীদের আত্মশক্তিতে বলিয়ান হয়ে অস্ট্রিয়াকে ইতালি থেকে বিতাড়িত করা।
----------xx----------
এই বিষয়ে বিকল্প প্রশ্নগুলি হল :
- ইয়ং ইতালি কে প্রতিষ্ঠা করেন?
- ইয়ং ইতালির অন্য কী নামে পরিচিত?
- ইয়ং ইতালি সর্বপ্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
- ইয়ং ইতালি বা নব্য ইতালির উদ্দেশ্য কী ছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন