ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো
ইটালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির অবদান :
ইটালির ঐক্য আন্দোলনে যে তিনজন প্রবাদপ্রতিম পুরুষ অসামান্য অবদানের সাক্ষর রাখেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বীর দেশপ্রেমিক গ্যারিবল্ডি (১৮০৭-১৮৮২ খ্রি)।
১. আন্দোলনে যোগদান ও দেশত্যাগ: গ্যারিবল্ডি ১৮৩৩ সালে ম্যাটসিনির সংস্পর্শে এসে ইয়ং ইটালি দলের সদস্য হন। তিনি ম্যাৎসিনি নেতৃত্বে স্যাভয়-এর বিদ্রোহে যোগ দিলে তার প্রাণদন্ডের নির্দেশ দেওয়া হয়। ফলে তিনি দেশত্যাগে বাধ্য হন।
২. ১৮৪৮ এর বিপ্লব : ১৮৪৮ খ্রিষ্টাব্দে ইতালিতে বিপ্লব শুরু হলে, গ্যারিবোল্ডি ইতালিতে ফিরে আসেন এবং রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় ম্যাৎসিনি অন্যতম সহকারী হিসাবে কাজ করেন।
৩. সিসিলি ও নেপলস জয় : গ্যারিবোল্ডি ‘লাল কোর্তা’ নামে সেনাদল গঠন করে দক্ষিন ইটালির সিসিলি ও নেপলস অভিযান করেন। সেখানকার বুরব রাজবংশকে পরাস্ত করে তিনি সিসিলি ও নেপলস (১৮৬০ খ্রি:) করেন।
৪. প্রজাতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ : গ্যারিবল্ডি সিসিলি ও নেপলস এ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন। কিন্তু ক্যাভুর উপলব্ধি করেন যে, ইউরোপীয় রাজন্যবর্গ এই প্রজাতন্ত্র মেনে নেবে না। এতে ইটালির ঐক্যের ক্ষতি হবে। এজন্য পিডমন্ট-সার্ডিনিয়ার রাজা ভিক্টর ইমান্যুয়েল তাঁর বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেন।
৫. গ্যারিবল্ডির আত্মত্যাগ : দেশপ্রেমিক গ্যারিবল্ডি যুদ্ধ এড়িয়ে সিসিলি ও নেপলস ইমান্যুল-এর হাতে তুলে দিয়ে নিজে ক্যাপেরেরা দ্বীপে স্বেচ্ছা নির্বাসনে চলে যান। রাজ্যটি পিডমন্ট-সার্ডিনিয়ার সঙ্গে যুক্ত হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন