সার্ফ কাদের বলা হয়? সার্ফ কথার অর্থ ভুমিদাস । ইউরোপীয় সামন্তপ্রথার মুল ভিত্তি ছিল কৃষি এবং সামন্তপ্রভুরা ছিল এই কৃষি জমির মালিক। অথচ তারা কখনই চাষাবাদ করত না । যারা বিনা বেতনে এই কাজ করত তাদের বলা হত সার্ফ বা ভুমিদাস । ----------##--------- এই বিভাগের অন্যান্য প্রশ্ন ১) কে কীভাবে সম্রাট শার্লামেন কে রোমান সাম্রাজ্যের সম্রাট পদে অভিষিক্ত করেছিলেন? উত্তর পেতে এখানে ক্লিক করো । ২) অভিষেক দ্বন্দ্ব কী ? উত্তর পেতে এখানে ক্লিক করো । ৩) ওয়ার্মসের চুক্তি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই চুক্তির ফলাফল বা তাৎপর্য নির্ণয় করো। উত্তর পেতে এখানে ক্লিক করো । ৪) সার্ফ কাদের বলা হয়? উত্তর পেতে এখানে ক্লিক করো । ৫) ব্ল্যাক ডেথ কী? উত্তর পেতে এখানে ক্লিক করো । ৬) আধুনিক যুগে কীভাবে ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল লেখ। উত্তর পেতে এখানে ক্লিক করো । ৭) রেনেসাঁ শব্দটির উৎস কী? এর অর্থ লেখ। 8) লিওনার্দো দা ভিঞ্চি কে ছিলেন? তিনি কি জন্য বিখ্যাত? ৯) মাইকেল এঞ্জেলো কে ছিলেন? তিনি কি জন্য খ্যাতি লাভ করেছেন? ১০) কে কত সালে কোথায় আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কার...
১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের জন্য রাজনৈতিক,অর্থনৈতিক এবং সামাজিক কারন গুলি আলোচনা কর। অথবা, ফরাসি বিপ্লবের কারনগুলি আলোচনা কর। ফরাসি বিপ্লব ঃ ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব শুধু ফ্রান্সের ইতিহাসে নয়, গোটা বিশ্বের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা।এই বিপ্লব হওয়ার পিছনে ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত নানা অভাব অভিযোগ। ঐতিহাসিক লেফেভরের-এর মতে ফরাসি বিপ্লবের উৎস অনুসন্ধান করতে হবে তার অতীত ইতিহাসের মধ্যে। ফরাসি বিপ্লবের কারন ফরাসি বিপ্লবের পিছনে প্রকৃতপক্ষে তিনটি কারণ দায়ী ছিল- ১) রাজনৈতিক কারন ২) সামাজিক কারণ ৩) অর্থনৈতিক কারণ ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারন ফরাসি বিপ্লব ছিল প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে বুঁরবো রাজতন্ত্রের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ।রাজারা ঈশ্বরপ্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন এবং তারা বংশানুক্রমিকভাবে শাসনকার্য পরিচালনা করতেন। রাজাদের দুইরকম ভাবে শাসনকার্য চালাত-- ক) রাজাদের দুর্বল শাসন : ফরাসি রাজা চতুর্দশ লুই(১৬৪৩-১৭১৫ খ্রীঃ) বিলাস ব্যসনে মগ্ন থেকে স্বৈরাচারী ক্ষমতার মাধ্যমে শাসনকার্য পরিচালনা করতেন।তিনি বলতেন “আমিই রাট্র”। পরবর্তী রাজা...