কাকে কেন 'মুক্তিদাতা জার' বলা হয়? কাকে কেন 'মুক্তিদাতা জার' বলা হয়? Who and why is called the Liberator Czar? প্রিমিয়ার যুদ্ধে পারাজয়ের ফলে জারতন্ত্রের দুর্বলতা প্রকট হয়ে ওঠে। সাধারণ মানুষও জারতন্ত্রের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে। এই পরিস্থিতিতে রাশিয়ার জার প্রথম নিকোলাসের মারা গেলে তার পুত্র দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ার সিংহাসনে আরোহন করেন এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য নানাবিধ সংস্কারমূলক কাজে হাত দেন। এই সংস্কারগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো রাশিয়ায় ভূমিদাস প্রথা উচ্ছেদ করা। ১৮৬১ সালে ১৯ শে ফেব্রুয়ারি তিনি আইন করে এই প্রথা উচ্ছেদ করেন। ফলে বিপুল সংখ্যক ভূমি দাস, যারা আসলে ক্রীতদাসের মতো জীবন যাপন করত, তারা মুক্তি পায়। আর এই এই কারণে ঐতিহাসিক ই লিপসন জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলে অভিহিত করেছেন। -----------xx------------- এই বিষয়ে বিকল্প প্রশ্ন : রাশিয়ার কোন শাসক, কেন ভূমিদাস প্রথা উচ্ছেদ করেছিলেন? রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় কেন? কে, কাকে, কেন মুক্তিদাতা জার বলে অভিহিত করেছেন? রাশিয়ার...
১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের জন্য রাজনৈতিক,অর্থনৈতিক এবং সামাজিক কারন গুলি আলোচনা কর। অথবা, ফরাসি বিপ্লবের কারনগুলি আলোচনা কর। ফরাসি বিপ্লব ঃ ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব শুধু ফ্রান্সের ইতিহাসে নয়, গোটা বিশ্বের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা।এই বিপ্লব হওয়ার পিছনে ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত নানা অভাব অভিযোগ। ঐতিহাসিক লেফেভরের-এর মতে ফরাসি বিপ্লবের উৎস অনুসন্ধান করতে হবে তার অতীত ইতিহাসের মধ্যে। ফরাসি বিপ্লবের কারন ফরাসি বিপ্লবের পিছনে প্রকৃতপক্ষে তিনটি কারণ দায়ী ছিল- ১) রাজনৈতিক কারন ২) সামাজিক কারণ ৩) অর্থনৈতিক কারণ ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারন ফরাসি বিপ্লব ছিল প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে বুঁরবো রাজতন্ত্রের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ।রাজারা ঈশ্বরপ্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন এবং তারা বংশানুক্রমিকভাবে শাসনকার্য পরিচালনা করতেন। রাজাদের দুইরকম ভাবে শাসনকার্য চালাত-- ক) রাজাদের দুর্বল শাসন : ফরাসি রাজা চতুর্দশ লুই(১৬৪৩-১৭১৫ খ্রীঃ) বিলাস ব্যসনে মগ্ন থেকে স্বৈরাচারী ক্ষমতার মাধ্যমে শাসনকার্য পরিচালনা করতেন।তিনি বলতেন “আমিই রাট্র”। পরবর্তী রাজা...