জোলভেরাইন কী?
জোলভেরাইন কী? |
‘জোলভেরাইন’ হল একটি শুল্ক সংঘের নাম। ১৮১৯ সালে প্রাশিয়ার নেতৃত্বে এই সংস্থা প্রাশিয়া সহ অন্যান্য জার্মান রাষ্ট্রগুলোর বাণিজ্য-প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাস্পরিক সহযোগিতার জন্য গড়ে তোলা হয়। জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন ছিলেন এর প্রধান উদ্যোক্তা।
জোলভেরাইন-এর উদ্দেশ্য হল :
- সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একই হারে সীমান্ত শুল্ক আরোপ করা,
- আদায়ীকৃত অর্থ জনসংখ্যার অনুপাতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বন্টন করা,
- জার্মান ভাষাভাষী রাষ্ট্রগুলোর মধ্যে অবাধ বাণিজ্যের পরিবেশ সৃষ্টি করা এবং
- সর্বপরি জার্মান রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক ঐক্যের বন্ধনে আবদ্ধ করার মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার পথ প্রস্তুত করা।
এইভাবে জোলভারেইন জার্মানির ঐক্য সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ঐতিহাসিক ম্যারিয়টের মতে, “জোলভারেইন হল জার্মানিকরণের প্রথম সোপান”।
------------xx-----------
এই প্রশ্নের বিকল্প প্রশ্ন হল :
- কে, কী উদ্দেশ্যে ‘জোলভেরাইন’ গঠন করেছিলেন?
- ‘জোলভেরাইন’ গঠনের উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল?
- জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় ‘জোলভেরাইন’ গঠনের গুরুত্ব কতটা?
এই বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো হল :
- ‘লালকোর্তা’ কাদের বলা হয়?
- ‘প্যান জার্মানিজম’ কী?
- ‘জোলভেরাইন’ কী?
- কে, কী উদ্দেশ্যে ‘রক্ত ও লৌহ নীতি’ গ্রহণ করেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন