কে, কাকে, কেন ‘প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব’ বলেছেন?
প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব |
১৮৪৮ সালে ফ্রান্সে সংঘটিত ‘ফেব্রুয়ারি বিপ্লব’ গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই বিপ্লবের উৎসস্থল ফ্রান্সের প্যারিস শহর হলেও ইউরোপের প্রায় ১৫ টি দেশে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে ‘মেটারনিক ব্যবস্থা’র বিরুদ্ধে জাতীয়তাবাদী গণ আন্দোলনের ঢেউ উঠেছিল। শুধু তাই নয়, এই বিপ্লবের সংবাদ ইউরোপ ছাড়িয়ে এশিয়া (রুশ বিপ্লব) ও আমেরিকা মহাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের, এমনকি ভারতের জনগণের মধ্যেও আলোড়ন তৈরি করেছিল।
মূলত, ফেব্রুয়ারি বিপ্লবের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী প্রভাব লক্ষ্য করে ঐতিহাসিক এরিক হাবসবম এই বিপ্লবকে ‘প্রথম সম্ভাব্য বিশ্ব বিপ্লব’ বলে অভিহিত করেছেন।
--------xx-------
এই বিষয়ের বিকল্প প্রশ্নগুলি হল :
- কাকে কেন ‘প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব’ বলা হয়?
- ‘প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব’ বলতে কী বোঝো?
- ১৮৪৮ সালের ‘ফেব্রুয়ারি বিপ্লব’ মেটারনিক ব্যবস্থার উপর কী প্রভাব ফেলেছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন