রিসর্জিমেন্টো কী?
রিসর্জিমেন্টো কী? |
‘রিসর্জিমেন্টো’ একটি ইতালীয় শব্দ। অর্থ রেনেসাঁস বা পুনর্জন্ম। উনিশ শতকে ঐক্যবদ্ধ ইতালি গঠনের আগে সেখানকার শাসক শ্রেণি হাজার হাজার মানুষকে বিভিন্ন অজুহাতে জেলে কিংবা নির্বাসনে পাঠাতো। এই ঘটনার বিরুদ্ধে ইতালির জনগণ একটি বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের কথা ভাবে। এই ভাবনা বা চেতনাকে ইতালির জনগণ পুনর্জন্ম বা ‘রিসর্জিমেন্টো’ বলে অভিহিত করেন।
পিয়েডমন্ডের নাট্যকর ভিট্টোরিও আলফিয়েরি এই শব্দটি প্রথম ব্যবহার করেন ইতালির ঐক্য নিশ্চিত করতে জনগনের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার উদ্দেশ্যে নিয়ে।
------xx-----
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন