ইতালির ঐক্য আন্দোলোনে ম্যাৎসিনি ও ক্যাভুরের আদর্শগত পার্থ্যকগুলি কি ছিল?
ইতালির জাতীয়তাবাদী মুক্তির আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন জোসেফ ম্যাৎসিনি। তাঁর আদর্শ, আত্মত্যাগ ও দেশপ্রেম ইটালিবাসীকেচেতনায় উদ্বুদ্ধ করে। ইয়ং ইতালি ছিল তাঁর প্রতিষ্ঠিত বিপ্লবী গুপ্ত সমিতি।পিডিমন্ট-সার্ডিনিয়ার রাজা দ্বিতীয় ভিক্টর ইমন্যুয়েলের প্রধানমন্ত্রী ছিলেন কাউন্ট ক্যাভুর। তিনি ছিলেন অত্যন্ত দক্ষ, বুদ্ধিমান ও দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ। তাঁর লক্ষ্য ছিল পিডিমন্ট রাজবংশের অধীনে সমগ্র ইতালিকে ঐক্যবদ্ধ করা।
ম্যাৎসিনি ও কাউন্ট ক্যাভুরের আদর্শগত পার্থক্য
ম্যাৎসিনি ও ক্যাভুর উভয়েরই লক্ষ্য ছিল বৈদেশিক প্রভাব থেকে ইতালিকে মুক্ত করা। তবুও উভয়ের মধ্যে বেশ কিছু আদর্শগত পার্থক্য লক্ষ্য করা যায়। যথা -
বিষয় | জোসেফ ম্যাৎসিনি | কাউন্ট ক্যাভ্যুর |
প্রকৃতি | ম্যাৎসিনি ছিলেন আদর্শবাদী। | ক্যাভ্যুর ছিলেন বাস্তববাদী। |
বিশ্বাস | ম্যাৎসিনি ম্যাৎসিনি বিশ্বাস করতেন ইতালির যুব শক্তির দ্বারা ইতালির মুক্তি সম্ভব। | ক্যাভ্যুর ইতালির মুক্তির জন্য বৈদেশিক সহায়তার উপর জোর দেন। |
সমর্থক | ম্যাৎসিনি ছিলেন গণতন্ত্রের সমর্থক। | ক্যাভ্যুর ছিলেন সাংবিধানিক রাজতন্ত্রের সমর্থক। |
উপসংহার: আদর্শের ক্ষেত্রে ম্যাৎসিনি ও ক্যাভুরের পার্থক্য থাকলেও ইতালির ঐক্য প্রতিষ্ঠায় উভয়েই ছিলেন ঈশ্বর-প্রেরিত দূত। যেখানে ম্যাৎসিনিকে বলা হয় 'স্বাধীন ইটালির আত্মা', সেখানে ক্যাভুর 'আধুনিক ইতালির স্রষ্টা' হিসেবে চিহ্নিত হয়েছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন