১৮১৫ খ্রিস্টাব্দে ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইতালিতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়?
ফরাসি সম্রাট নেপোলিয়ন বহুধা বিভক্ত ইতালির রাজ্যগুলি জয় করে ফ্রান্সের অধীনে আনলে ইতালি সর্বপ্রথম রাজনৈতিক ঐক্যের আস্বাদ পায়।ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইতালিতে গৃহীত পদক্ষেপ:
১৮১৫ খ্রিস্টাব্দে ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইতালিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। যেমন-
[1] ন্যায্য অধিকার নীতি:
ভিয়েনা সম্মেলনে নেতৃবৃন্দ ন্যায্য অধিকার নীতির দ্বারা ইতালিকে ৮টি রাজ্যে বিভক্ত করে ইতালির নবজাগ্রত জাতীয়তাবাদ ধ্বংস করার উদ্যোগ নেন। বিভিন্ন রাজ্যে বিদেশি শাসক ও সামন্তপ্রভুদের আধিপত্য ফিরিয়ে আনা হয়। ইতালির একমাত্র পিডমন্ট-সার্ডিনিয়ায় ইতালীয় বংশোদ্ভূত রাজা ছিলেন।
[2] বিদেশি আধিপত্য:
ভিয়েনা বন্দোবস্ত অনুসারে-
[i] উত্তর ইতালির লাম্বার্দি ও ভিনিশা অস্ট্রিয়ার অধীনে চলে যায়।
[ii] অস্ট্রিয়ার হ্যাপসবার্গ বংশ মধ্য ইতালির পার্মা, মডেনা, টাস্কানি প্রভৃতি রাজ্যে আধিপত্য প্রতিষ্ঠা করে।
[iii] বিদেশি পোপ মধ্য ইতালীতে নিজের শাসনক্ষমতা ফিরে পান।
[iv] অস্ট্রিয়ার অনুগত বুরবো বংশীয় রাজা প্রথম ফার্দিনান্দ দক্ষিণ ইতালির সিংহাসনে বসেন।
[3] রক্ষণশীলতা: ভিয়েনা বন্দোবস্তের ধারা ইতালিতে পুরানো স্বৈরাচার ও রক্ষণশীল নীতি গুলি ফিরিয়ে আনা হয়। মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। যাজক, অভিজাত, ও প্রতিক্রিয়াশীল শাসকদের আধিপত্য বৃদ্ধি পায়।
উপসংহার: ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইতালিকে খন্ড-বিখন্ড করলেও এখান থেকেই জন্ম নেয় ইতালির ঐক্যের উদ্যোগ। পরবর্তীকালে ম্যাৎসিনি, ক্যাভুর, গ্যারিবল্ডি প্রমুখের নেতৃত্বে ইতালির ঐক্য সম্পন্ন হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন