কার্বোনারি শব্দের অর্থ কী? কার্বোনারির পরিচয় দাও।
কার্বোনারি শব্দের অর্থ কী? |
কার্বোনারী শব্দের অর্থ হলো জলন্ত অঙ্গারবাহী।
ভিয়েনা সম্মেলনের কর্মকর্তাদের বিশ্বাসঘাতকতার কারণে ইতালিয়দের ঐক্যবদ্ধ ইতালির স্বপ্ন এবং অন্যান্য আশা-আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যায়। ফলে ইতালীয়দের মনে তীব্র ক্ষোভ ও জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা জন্ম নেয়। কিন্তু অস্ট্রিয়ার শাসক জাতীয়তাবাদী আন্দোলনকারীদের ওপর প্রচন্ড দমনপীড়ন শুরু করলে ইতালির দেশপ্রেমিক জনগণ দেশের বিভিন্ন স্থানে গুপ্ত সমিতি গড়ে তুলতে শুরু করেন। এই গুপ্ত সমিতিগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হল কার্বনারি সমিতি।
কার্বোনারী সমিতির উদ্দেশ্য ছিল বিদেশি শাসকদের বিতাড়িত করে ইতালির ঐক্য প্রতিষ্ঠা করা।
-------xx-------
এই বিষয়ের বিকল্প প্রশ্নগুলি হল :
- কার্বোনারি সমিতি কী?
- কার্বোনারি সমিতির উদ্দেশ্য কী ছিল?
- ইতালিতে কেন কার্বোনারি সমিতি গড়ে উঠেছিল?
- কার্বোনারি সমিতি গড়ে ওঠার কারণ কী ছিল?
- কার্বনারি কাদের বলা হয়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন