কে, কী উদ্দেশ্যে ‘রক্ত ও লৌহ নীতি’ গ্রহণ করেন?
কে, কী উদ্দেশ্যে ‘রক্ত ও লৌহ নীতি’ গ্রহণ করেন? |
প্রশিয়ার প্রধানমন্ত্রী অটোভন বিসমার্ক প্রাশিয়ার নেতৃত্বে জার্মান ভাষাভাষী রাজ্যগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য যে কঠোর সামরিক অভিযানের নীতি গ্রহণ করেছিলেন, তা-ই ‘রক্ত ও লৌহ নীতি’ নামে পরিচিত।
অর্থাৎ প্রাশিয়ার প্রধানমন্ত্রী অটোভন বিসমার্ক-এর ‘রক্ত ও লৌহ নীতি’র প্রধান উদ্দেশ্য ছিল :
- জার্মান ভাষাভাষী রাজ্যগুলোকে ঐক্যবদ্ধ করা,
- এই ঐক্যবদ্ধ রাজ্যগুলোকে নিয়ে একটি শক্তিশালী ‘জার্মান জাতিরাষ্ট্র’ গঠন করা। এবং
- এই মৌলিক লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় প্রাশিয়ার নেতৃত্বে একটি শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠা করা।
----------xx----------
এই বিষয়ে বিকল্প (ঘুরিয়ে আসা) প্রশ্নগুলি হল :
- ‘রক্ত ও লৌহ নীতি’ কী? এই নীতির উদ্দেশ্য কী ছিল?
- ‘রক্ত ও লৌহ নীতি’র প্রবক্তা কে ছিলেন? তিনি কেন এই নীতি গ্রহণ করেছিলেন?
- অটোভন বিসমার্ক কে ছিলেন? জার্মানির ঐক্যসাধনের জন্য তিনি যে কঠোর সামরিক নীতি গ্রহণ করেছিলেন তার নাম কী ছিল?
এই বিষয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :
- ‘লালকোর্তা’ কাদের বলা হয়?
- ‘প্যান জার্মানিজম’ কী?
- জোলভেরাইন কী?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন