কাকে কেন 'মুক্তিদাতা জার' বলা হয়?
![]() |
কাকে কেন 'মুক্তিদাতা জার' বলা হয়? |
Who and why is called the Liberator Czar?
প্রিমিয়ার যুদ্ধে পারাজয়ের ফলে জারতন্ত্রের দুর্বলতা প্রকট হয়ে ওঠে। সাধারণ মানুষও জারতন্ত্রের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে। এই পরিস্থিতিতে রাশিয়ার জার প্রথম নিকোলাসের মারা গেলে তার পুত্র দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ার সিংহাসনে আরোহন করেন এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য নানাবিধ সংস্কারমূলক কাজে হাত দেন। এই সংস্কারগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো রাশিয়ায় ভূমিদাস প্রথা উচ্ছেদ করা।
১৮৬১ সালে ১৯ শে ফেব্রুয়ারি তিনি আইন করে এই প্রথা উচ্ছেদ করেন। ফলে বিপুল সংখ্যক ভূমি দাস, যারা আসলে ক্রীতদাসের মতো জীবন যাপন করত, তারা মুক্তি পায়। আর এই এই কারণে ঐতিহাসিক ই লিপসন জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলে অভিহিত করেছেন।
-----------xx-------------
এই বিষয়ে বিকল্প প্রশ্ন :
- রাশিয়ার কোন শাসক, কেন ভূমিদাস প্রথা উচ্ছেদ করেছিলেন?
- রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় কেন?
- কে, কাকে, কেন মুক্তিদাতা জার বলে অভিহিত করেছেন?
- রাশিয়ার কোন শাসক কে মুক্তিদাতা যার বলা হয়? এমন বলার কারণ কী?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন