শিল্পবিপ্লব কী?
'বিপ্লব' কথার অর্থ আমূল পরিবর্তন। আর 'শিল্পবিপ্লব' কথার অর্থ 'শিল্পের উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন।
আঠারো শতকে নবজাগরণের ফলে বৈজ্ঞানিক আবিষ্কার, বাষ্পশক্তির উদ্ভাবন ও ইস্পাতের প্রচলন ইত্যাদি কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এরই সূত্র ধরে দ্রুত শিল্প স্থাপন হতে শুরু করে এবং শিল্প উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটে। এই ঘটনাই 'শিল্পবিপ্লব' নামে পরিচিত।
--------xx------
শিল্প বিপ্লব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর :
- শিল্পবিপ্লবের কারণ কী?
- ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব হয়েছিল কেন?
- শিল্পবিপ্লব কথাটি সর্বপ্রথম কে কবে ব্যবহার করেন?
- শিল্পবিপ্লব কথাটি কে জনপ্রিয় করে তোলেন? তিনি কোন দেশের লোক?
- কোন শিল্পকে কেন্দ্র করে ইংল্যান্ডে শিল্পবিপ্লব শুরু হয়েছিল?
- শিল্পবিপ্লবে (বস্ত্রশিল্পকে) সাহায্য করেছিল এমন কয়েকটি বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম লেখো।
- ফ্রান্সে শিল্পবিপ্লবের স্বর্ণযুগ বলা হয় কোন সম্রাটের আমলকে।
- জার্মানিতে কার নেতৃত্বে কবে শিল্পবিপ্লব সংঘটিত হয়েছিল?
- রাশিয়ার কতসালে কার আমলে শিল্পবিপ্লবের সূচনা হয়?
- কোথায় সর্বপ্রথম শিল্পবিপ্লব সংঘটিত হয়?
Gagock ki?
উত্তরমুছুনSar Ami 9b roll no-61 nam-sk hasib
উত্তরমুছুনTanis kotar sopoth ki sar
উত্তরমুছুনSir Plz give me a suggestion
উত্তরমুছুনthaks
উত্তরমুছুনThis is very good website
উত্তরমুছুনসব ধরনের (প: ও উ:) upload করুন
উত্তরমুছুনSabdharner upload koruna tahole bhalo hay history bishaye.
উত্তরমুছুন