ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা কর।
ফরাসি বিপ্লবের প্রভাব |
ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা কর,ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো, ফরাসি বিপ্লবের গুরুত্ব আলোচনা কর, ফরাসি বিপ্লবের তাৎপর্য আলোচনা কর।
ফরাসি বিপ্লবের প্রভাব বা ফলাফল :
১৭৮৯ সালের ফরাসি বিপ্লব ফ্রান্স তথা পৃথিবীর ইতিহাসে নতুন যুগের সূচনা করে। ঐতিহাসিক ডেভিড টমসনের মতে, প্রথম বিশ্বযুদ্ধের আগে ফরাসি বিপ্লবই আধুনিক ইউরোপের ইতিহাসে সর্বাধিক তাৎপর্যপূর্ণ ঘটনা।ফরাসি বিপ্লবের প্রতক্ষ প্রভাব :
১) সামন্ততন্ত্রের অবসান :
ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সে মধ্যযুগীয় সামন্ততন্ত্রের অবসান ঘটে। সমস্ত সামন্ততান্ত্রিক কর বাতিল বলে ঘোষণা করা হয়।২) প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা :
১৭৮৯ সালে 'ব্যক্তি ও নাগরিকের অধিকার' নামক ঘোষণা পত্রের মাধ্যমে ফ্রান্সে ১৭৯২ সালে রাজতন্ত্রের অবসান অবসান ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।৩) গির্জার আধিপত্য বিলুপ্তি :
ফরাসি বিপ্লবের ফলে দুর্নীতিগ্রস্ত গির্জা ব্যবস্থা ও যাজকতন্ত্রের অবসান ঘটে। গির্জার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।৪) জনগণের সার্বভৌম ক্ষমতা :
ফরাসি বিপ্লবের ফলে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রের দ্বারা রাজতন্ত্রের পরিবর্তে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়।৫) আইনের শাসন প্রতিষ্ঠা :
ফরাসি বিপ্লবের ফলে আইনের শাসন প্রতিষ্ঠা হয়। ঘোষণা করা হয় আইনের চোখে সবাই সমান।৬) জাতীয়তাবাদের প্রসার :
ফরাসি বিপ্লবের প্রভাবে রাজার পরিবর্তে ফরাসি জাতির প্রতি আনুগত্য দেখানোর ধ্যান ধারণা চালু হয়। ফলে ফরাসি জনগণের মধ্যে দেশ প্রেম ও জাতীয়তাবোধ বিকশিত হয়।৭) সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শ প্রসার :
ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ফরাসি বিপ্লবের ফলে এই আদর্শ জনপ্রিয়তা লাভ করে।৮) পুঁজিবাদী অর্থনীতির বিকাশ :
এই বিপ্লবের ফলে মধ্যবিত্ত শ্রেণি রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্ব পায়। ফলে তাদের উদ্যোগে ফ্রান্সে বুর্জোয়া পুঁজিবাদী অর্থনীতি বিকশ ঘটে।৯) আধুনিক শিক্ষার প্রসার :
ফরাসি বিপ্লবের ফলে দেশের শিক্ষা ব্যবস্থা গির্জার নিয়ন্ত্রণ মুক্ত হয়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে আসে। ফলে রাষ্ট্রীয় উদ্যোগে দেশে আধুনিক শিক্ষার অগ্রগতি ঘটে।১০) আধুনিক শিক্ষার অগ্রগতি :
গির্জার নিয়ন্ত্রণ মুক্ত হয়ে ফরাসি শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন এ আসে। ফলে রাষ্ট্রীয় উদ্যোগে দেশে আধুনিক শিক্ষার অগ্রগতি ঘটে।
ফরাসি বিপ্লবের পরোক্ষ প্রভাব :
১) জাতীয় রাষ্ট্রের ধারণা :
ফরাসি বিপ্লব প্রসূত জাতীয়তাবোধ ও দেশপ্রেম দ্রুত ইউরোপ তথা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। ফলে বিশ্বব্যপি জাতীয় রাষ্ট্রের ধারণা প্রসার লাভ হয়
২) সাম্য মৈত্রী ও স্বাধীনতার আদর্শ :
সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ ফ্রান্স থেকে দ্রুত ছড়িয়ে পড়ে পৃথিবীব্যাপী।
এ সমস্ত কারণে ঐতিহাসিক কোবান বলেছেন, অষ্টাদশ শতক ছিল ফ্রান্সের ক্ষেত্রে আধুনিক যুগের সূতিকাগার।
------------------xx---------------
ফরাসি বিপ্লব বিষয়ে আরও প্রশ্ন পড়ো ঃ
- ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কী ছিল? (প্রশ্নের মান - ২)
- ফরাসি বিপ্লবের প্রভাব।
- ফরাসি বিপ্লবের কারণ।
- ফরাসি বিপ্লবে নারীদের অবদান।
- ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। (প্রশ্নের মান - ৮)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন