টেনিস কোর্টের শপথ-এর গুরুত্ব লেখো।
টেনিস কোর্টের শপথ-এর গুরুত্ব |
টেনিস কোর্টের শপথ-এর গুরুত্ব,টেনিস কোর্টের শপথ-এর ফলাফল, টেনিস কোর্টের শপথ-এর তাৎপর্য,
ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মানুষ ১৭৮৯ সালের ২০ জুন জাতীয় সভার অধিবেশন কক্ষের সামনে অবস্থিত টেনিস কোর্টে এই মর্মে শপথ নেন যে, ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত এই স্থান ত্যাগ করবেন না। এই ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত।
টেনিস কোর্টের শপথ ফ্রান্সের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। কেননা, আন্দোলনের চাপে পড়ে রাজা তৃতীয় সম্প্রদায়ের দাবি মেনে নিতে বাধ্য হন ঃ
- রাজা ফরাসি জনগণের তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশন কক্ষে বসার দাবি মেনে নেন।
- তৃতীয় সম্প্রদায়ের জন্য মাথা পিছু ভোটাধিকারের স্বীকার করে নেন।
- এই ঘটনা ফ্রান্সের ইতিহাসে বুর্জোয়া বিপ্লব নামে পরিচিতি পায়।
- বলা যায় মূলত এই সময় থেকে ফরাসি বিপ্লবের সূচনা হয়।
------------xx---------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন