ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য
The real purpose of the Vienna Conference |
ভিয়েনা সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য
প্রকৃতপক্ষে এই সমস্যার সমাধান তারা করতে পারেনি। কারণ ভিয়েনা সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য ছিল :- ফরাসি বিপ্লব ঘোষিত জাতীয়তাবাদ ও উদারনৈতিক ভাবধারা দমন করা,
- ইউরোপের বিভিন্ন দেশে রাজতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা,
- ফরাসি বিপ্লবের ভাবধারা যাতে ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে না পারে তা নিশ্চিত করা, এবং
- সর্বোপরি ক্ষতিপূরণের দোহাই দিয়ে চারটি বৃহৎ শক্তির (ইংল্যান্ড, রাশিয়া, রাশিয়া এবং অস্ট্রিয়া) ইউরোপের বিভিন্ন অঞ্চল আত্মসাৎ করা।
ভিয়েনা সম্মেলনের ত্রুটি :
ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য বিশ্লেষণ করলে এর বেশ কিছু ত্রুটি ধরা পড়ে :- এই যুগের চাহিদা ছিল আধুনিক গণতন্ত্র, জাতীয়তাবাদ ও উদারনৈতিক ভাবধারাকে মূল্য দেওয়া। কিন্তু ভিয়েনা সম্মেলনের প্রতিনিধিরা এই যুগধর্মকে অস্বীকার করে পুরাতনতন্ত্রকে ফিরে এনেছিলেন।
- ভিয়েনা সম্মেলনের উদ্যোক্তারা মুখে ন্যায় ও সততার কথা বললেও বাস্তবে পরাজিত দেশগুলির ভূখণ্ড দখল করাই ছিল তাদের মূল লক্ষ্য।
------------xx-----------
মনে রেখো ঃ
প্রশ্নটির মান ২ হলে শুধুমাত্র উপরের অংশটুকু (ভিয়েনা সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য )
লিখলেই হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন