মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী? নেপনিয়ন কেন এই ব্যবস্থা ঘোষণা করেছিলেন?
অথবা,
মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো? মহাদেশীয় অবরোধ ব্যবস্থার উদ্দেশ্য কী ছিল?
মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী? মহাদেশীয় অবরোধ ব্যবস্থার উদ্দেশ্য |
মহাদেশীয় অবরোধ ব্যবস্থা :
১৭৯৮ খ্রিস্টাব্দে নীলনদের যুদ্ধে, ১৮০৫ খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ নৌবাহিনী যেভাবে ফরাসি নৌবাহিনীকে তছনছ করে দিয়েছিল তাতে নেপোলিয়ন অনুভব করেছিলেন যে, নৌযুদ্ধে ইংল্যান্ডকে পরাজিত করা সহজ হবে না। এই পরিস্থিতিতে তিনি ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে ফ্রান্সের সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য করার উদ্দেশ্যে যে ব্যবস্থা গ্রহণ করেন সেটি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা (Continental System) নামে পরিচিত।
মহাদেশীয় অবরোধ ব্যবস্থার উদ্দেশ্য :
নিম্নলিখিত উদ্দেশ্য পূরণের জন্য নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেন।
- ইংল্যান্ডের পণ্য আমদানি ইউরোপের অন্যান্য দেশগুলিতে বন্ধ করে ইংল্যান্ডের শিল্প বাণিজ্য ধ্বংস করা।
- ব্রিটিশ পণ্যের সাথে ইউরোপে ফরাসি পণ্যের চাহিদা বৃদ্ধি করা।
মূলত নেপোলিয়নের সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করার পথে সবচেয়ে বড় বাধা ছিল ইংল্যান্ড। তাই ইংল্যান্ডকে আর্থিকভাবে দুর্বল করার মধ্য দিয়ে তাঁর সাম্রাজ্যবাদী উদ্দেশ্য সাধনের পথকে বাধা মুক্ত করার জন্য তিনি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেছিলেন।
----------------xx---------------
নেপোলিয়ন বিষয়ে আরও প্রশ্ন ও উত্তর
- কোড নেপোলিয়ন বলতে কী বোঝো? কোড নেপোলিয়ন-এর মাধ্যমে নেপোলিয়ন বোনাপার্ট কীভাবে ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষা করেন?
- মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকরী করার জন্য নেপোলিয়ন কী কী ব্যবস্থা গ্রহণ করেন? এর ফলাফল (পরিণতি) কী হয়েছিল?
- মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী? মহাদেশীয় অবরোধ ব্যবস্থার উদ্দেশ্য
- নেপনিয়নকে ‘বিপ্লবের সন্তান’ বলা হয় কেন?
- মহাদেশীয় ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন