মহাদেশীয় ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন?
মহাদেশীয় ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন? |
মহাদেশীয় ব্যবস্থার ব্যর্থতার কারণ :
নিম্নলিখিত কারণে নেপোলিয়নের মহাদেশীয় ব্যবস্থা ব্যর্থ হয়েছিল?
১) ফরাসি নৌশক্তির অভাব :
নেপোলিয়নের প্রত্যক্ষ ও পরোক্ষ নিয়ন্ত্রণে থাকা ইউরোপের সুদীর্ঘ উপকূল পাহারা দেয়ার মত কোন নৌবাহিনী ফ্রান্সের ছিল না। ফলে নেপোলিয়ন ইউরোপে ব্রিটিশ পণ্যের প্রবেশ আটকাতে পারেননি।
২) ইংল্যান্ডের শক্তিশালী নৌবহর :
উল্টোদিকে ইংল্যান্ডের ছিল শক্তিশালী নৌবহর। এই নৌহারে সাহায্যে ইংল্যান্ড অর্ডার্স ইন কাউন্সিল নামে যে পাল্টা অবরোধ ঘোষণা করেছিল তাকে সফলভাবে কার্যকর করতে পেরেছিল।
৩) ইউরোপ জুড়ে অর্থনৈতিক সংকট :
নৌশক্তিতে ফ্রান্সের দুর্বলতা এবং ইংল্যান্ডের শক্তিমত্তা ইউরোপে নেপোলিয়নের অবস্থানকে দুর্বল করে দিয়েছিল। ফলে ইউরোপের বাজারে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেয় তার দায় নেপোলিয়নের উপর পড়ে।
৪) পক্ষপাত দুষ্টু বাণিজ্য নীতি :
নেপোলিয়ন ফরাসি বণিকদেরকেই বেশি বেশি বাণিজ্যিক লাইসেন্স দেওয়ায় রাশিয়া অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশ ক্ষুব্ধ হয়। সেইসঙ্গে তাদের দেশের বন্দরগুলি ইংল্যান্ডের বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেয়। ফলে মিত্র দেশগুলির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।
৫) শিল্পপতি ও বণিক সম্প্রদায়ের বিরোধিতা :
অবরোধ কার্যকরী করতে গিয়ে নেপোলিয়ন উপদ্বীপের যুদ্ধে জড়িয়ে পড়ে। একদিকে অবরোধ কার্যকরী কারণে অর্থনৈতিক সংকট অন্যদিকে যুদ্ধের খরচ শিল্প বণিকদের উপর চাপিয়ে দেন। ফলে তারা গোপনে ইংল্যান্ডের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু করে।
নেপোলিয়নের পতন :
এই সমস্ত কারণে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। দেশের অভ্যন্তরে এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রণে থাকা মিত্র দেশগুলিতে নেপোলিয়ন বিরোধী জনসমর্থন বেড়ে যায়। ঐতিহাসিক মার্কহাম এর মতে, নৌকৌশল ও অর্থনীতি বিষয়ে নেপোলিয়নের বাস্তবজ্ঞানের অভাবের কারণে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ভেঙে পড়ে। মূলত এ কারণেই ঐতিহাসিক লজ-এর অনুসরণে বলা যায়, এভাবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের ব্যর্থতার (পতনের) সর্বাপেক্ষা বড় কারণ হয়ে উঠেছিল।
----------xx---------
এই উত্তর আরও যে যে প্রশ্নের উত্তর হবে :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন