মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকরী করার জন্য নেপোলিয়ন কী কী ব্যবস্থা গ্রহণ করেন? এর ফলাফল (পরিণতি) কী হয়েছিল?
মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকরী করার জন্য নেপোলিয়ন কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন? মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ফলাফল (পরিণতি) কী হয়েছিল?
মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকরী করার জন্য নেপোলিয়ন কী কী ব্যবস্থা গ্রহণ করেন, এর ফলাফল (পরিণতি) কী হয়েছিল |
মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকরী করার জন্য গৃহীত ব্যবস্থা ঃ
ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে দুর্বল করে ইউরোপে তার সাম্রাজ্যবাদী স্বার্থচরিতার্থ করার উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করেছিলেন। এই ব্যবস্থা কার্যকরী করার জন্য নেপোলিয়ন বেশ কয়েকটি ডিগ্রি জারি করেন। এগুলি হল :
- বার্লিন ডিক্রি (১৮০৬) : এই ডিগ্রি জারি করে নেপোলিয়ন ঘোষণা করেছিলেন কোন ব্রিটিশ পণ্য যেন ফ্রান্সে ঢুকতে না পারে। যদি এই নির্দেশ অমান্য করে কোন ব্রিটিশ পণ্য ফ্রান্সে আসে তবে তা বাজেয়াপ্ত করা হবে।
- মিনাল ডিক্রি (১৮০৭) : নেপোলিয়নের বার্লিন ডিক্রি র বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইংল্যান্ড অর্ডারস ইন কাউন্সিল ঘোষণা করে। ইংল্যান্ডের এই পদক্ষেপের বিরুদ্ধে ১৮০৭ সালে নেপোলিয়ন মিলন ডিক্রি জারি করেন এবং বলেন কোন জাহাজ অর্ডার ইন কাউন্সিল অনুসারে ইংল্যান্ডের নিকট থেকে লাইসেন্স নিলে তা বাজেয়াপ্ত করা হবে।
- ওয়ারশ ডিক্রি (১৮০৭) : এই ডিগ্রি জারি করে নেপোলিয়ন বলেন, নিরপেক্ষ কোন দেশের জাহাজে যদি ব্রিটিশ পণ্য বহন করা হয় তবে তা বাজেয়াপ্ত করা হবে।
- ফন্টেইন ব্লু ডিক্রি (১৮১০) : এই ডিগ্রির মাধ্যমে ঘোষণা করা হয় বাজেয়াপ্ত হওয়া পণ্য সামগ্রী প্রকাশ্যে অগ্নিসংযোগ করা হবে।
মহাদেশীয় ব্যবস্থার ফলাফল (পরিণতি) :
মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ফলে :
- ইংল্যান্ড ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বৈদেশিক বাণিজ্য বন্ধ করে দেয়। ফলে ১৮০৮ সালে ইংল্যান্ডের রপ্তানি বাণিজ্য ২৮ শতাংশে নেমে আসে। তবে অর্ডার্স অব কাউন্সিল ঘোষণা করে এবং অবাধ বাণিজ্যের লাইসেন্স বিক্রি করে পরিস্থিতি সামলে নেয়।
- ইউরোপে বাইরে থেকে আমদানি করা নিত্যপ্রয়োজনীয় জিনিসের ভয়ঙ্কর অভাব দেখা দেয়, বিশেষ করে চা, কফি ও চিনি। ইউরোপের জনগণকেও প্রচণ্ড কষ্ট ভোগ করতে হয়েছিল, বিশেষ করে রাশিয়ার জনগণকে।
- মহাদেশীয় ব্যবস্থার ফলে নেপোলিয়নকে অনেক (রাশিয়া, স্পেন, পর্তুগাল ইত্যাদি) দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছিল। কারণ, তারা ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্য বয়কট করতে অস্বীকার করেছিল। এই যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত।
- ফ্রান্সও চরম আর্থিক সংকটে পড়ে। বেকার সমস্যা, শ্রমিক ছাঁটাই, দ্রব্যমুল্য বৃদ্ধি ইত্যাদি ভয়াবহ আকার ধারণ করে।
- এমনকি নেপোলিয়ন গোপনে ইংল্যান্ড থেকে তাঁর সেনাবাহিনীর জন্য ৫০,০০০ ওভার-কোট আমদানি করতে বাধ্য হয়েছিলেন।
বস্তুত, ইংল্যান্ডের শিল্প-বানিজ্য ধ্বংস করে তাকে নিজের নিয়ন্ত্রণে আনতে গিয়ে নেপোলিয়ন ইউরোপীয় জনগণের রোষে পড়েন।ফলে তাঁর সাম্যাজ্যবাদী চরিত্র প্রকাশ হয়ে পড়ে এবং তাঁর পতন অবশ্যম্ভাবি হয়ে ওঠে।
----------------xx-------------
নেপোলিয়ন বিষয়ে আরও প্রশ্ন ও উত্তর
- কোড নেপোলিয়ন বলতে কী বোঝো? কোড নেপোলিয়ন-এর মাধ্যমে নেপোলিয়ন বোনাপার্ট কীভাবে ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষা করেন?
- মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকরী করার জন্য নেপোলিয়ন কী কী ব্যবস্থা গ্রহণ করেন? এর ফলাফল (পরিণতি) কী হয়েছিল?
- মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী? মহাদেশীয় অবরোধ ব্যবস্থার উদ্দেশ্য
- নেপনিয়নকে ‘বিপ্লবের সন্তান’ বলা হয় কেন?
- মহাদেশীয় ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন