ন্যায্য অধিকার নীতি কী?
নেপোলিয়নের পরাজয়ের পর, ১৮১৫ সালে মেটার্নিখের নেতৃত্বে ভিয়েনায় এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন তিনটি নীতির ওপর ভিত্তি করে পরিচালিত হয়। এই নীতিগুলো হল - ১) ন্যায্য অধিকার নীতি, ২) ক্ষতিপূরণ নীতি, এবং ৩) শক্তিসাম্য নীতি। যে নীতির ভিত্তিতে ভিয়েনা সম্মেলনে ফরাসি বিপ্লব ও নেপোলিয়নের উত্থানের প্রতিক্রিয়ায় রাজ্যহারা ইউরোপিয় শাসকদের (রাজবংশ) পুনরায় ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়, তাকে ন্যায্য অধিকার নীতি বলা হয়।
এই নীতি প্রয়োগের মাধ্যমে ফ্রান্স, স্পেন হল্যান্ড সহ বেশ কিছু রাজবংশকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন