‘কনসার্ট অফ ইউরোপ’ কী?
‘কনসার্ট অফ ইউরোপ’-এর উদ্দেশ্য কী ছিল?
কনসার্ট অফ ইউরোপ কী? এর উদ্দেশ্য কী ছিল? |
কনসার্ট অফ ইউরোপ’ কী :
ফরাসি বিপ্লবের প্রভাব মুক্ত ইউরোপ গড়ার উদ্দেশ্যে মেটারনিকের নেতৃত্বে ভিয়েনা সম্মেলনে গৃহীত সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য ইউরোপের বিভিন্ন রাষ্ট্র যে শক্তি জোট গড়ে তুলেছিল তাকে ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ নামে পরিচিত।
‘কনসার্ট অফ ইউরোপ’-এর উদ্দেশ্য :
কনসার্ট অফ ইউরোপ-এর উদ্দেশ্য হল :
- ফরাসি বিপ্লব প্রসূত উদারনৈতিক, গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা প্রতিরোধ করাকে নিশ্চিত করা।
- এই প্রতিরোধ ব্যবস্থা ঠিকমত কার্যকর করার জন্য জোটবদ্ধ ভাবে প্রচেষ্টা চালানো।
- এই কাজের অগ্রগতি পর্যালোচনা করার জন্য নিয়মিত বৈঠকের আয়োজন করা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন