কে, কাকে, কেন 'প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব' বলেছেন?
কে কাকে কেন 'প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব' বলেছেন? |
Whom called the 'first probable world revolution' and why?
১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্স তথা ইউরোপে এক বৈপ্লবিক পরিবর্তন সংঘটিত হয়। তাৎক্ষণিকভাবে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে সমগ্র ইউরোপের প্রায় ১৫ টি দেশে মেটারনিক ব্যবস্থার বিরুদ্ধে জাতীয়তাবাদী গণ আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে। পরবর্তীকালে এই পরিবর্তনের প্রভাব প্রায় সমগ্র বিশ্বকে গভীরভাবে প্রভাবিত করেছিল। আর এ কারণেই ফেব্রুয়ারি বিপ্লবকে ঐতিহাসিক এরিক হবস্ বম প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব বলে অভিহিত করা হয়। এই প্রভাবের কথা সামনে রেখেই মেটারনিক মন্তব্য করেছিলেন, 'ফ্রান্সের সর্দি হলে ইউরোপ হাঁচতে থাকে'।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন