জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝ?
জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝ? |
ভিয়েনা সম্মেলনে বংশানুক্রমিক রাজতন্ত্রের অধিকার বংশানুক্রমিক ব্যবস্থা করা হয়েছিল যার দ্বারা জনগণের আশা আকাঙ্খাকে সমাধিষ্ঠিত হয়েছিল। ফলে জনসাধারণ ফরাসি বিপ্লবের আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়ে পুনরায় জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রসারে সচেষ্ট হয়। এই প্রচেষ্টার ফল স্বরূপ ১৮৩০ সালে ফ্রান্সে জুলাই বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লবের ফলে ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্রের অবসান হয় এবং জনগণের সমর্থনে অর্লিয়েন্স বংশীয় রাজা লুই ফিলিপকে সিংহাসনে বসানো হয়। এই রাজতন্ত্র জুলাই রাজতন্ত্র নামে পরিচিত।
----------xx---------
নিকল্প প্রশ্ন
১) জুলাই বিপ্লব কী?
২) জুলাই বিপ্লব বলতে কী বোঝ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন