কার্লসবাড ডিক্রি কী? এই ডিক্রির উদ্দেশ্য কী ছিল?
কার্লসবাড ডিক্রি কী :
অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক ফরাসি বিপ্লব প্রসূত উদারনৈতিক ও প্রগতিশীল ভাবধারার অগ্রগতি রোধ করার জন্য সংবাদপত্র, সভাসমিতি, বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং বাকস্বাধীনতার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেয়। মূলত এই উদ্দেশ্যেই ১৮১৯ জার্মানিতে তিনি যে কালাকানুন জারি করেছিলেন তা-ই কার্লসবাড ডিক্রি নামে পরিচিত।
কার্লসবাড ডিক্রির উদ্দেশ্য :
সুতরাং কার্লসবাড ডিক্রির প্রধান উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লব প্রসূত উদারনৈতিক ও প্রগতিশীল ভাবধারার অগ্রগতি রোধ করা এবং পুরাতনতন্ত্রকে সুরক্ষা দেওয়া।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন