ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো।
১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো। |
Discuss the impact of February Revolution.
১৮৪৮ সালে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়। ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে এই বিপ্লবের প্রভাব ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং সমগ্র বিশ্বের কাছে সুদূর প্রসারী। বিশ্বব্যাপী এই প্রভাবের কারণে ফেব্রুয়ারি বিপ্লবকে প্রথম সম্ভাব্য বিশ্ব-বিপ্লব বলে অভিহিত করা হয়।
ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব :
- দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা : ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে বুর্জোয়া রাজতন্ত্রের পতন হয় এবং দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- প্রাপ্তবয়স্ক ভোটাধিকার স্বীকৃত : এই বিপ্লবের পর ফ্রান্সের জাতীয় প্রতিনিধি সভার দশ জন সদস্য কে নিয়ে গঠিত হয় কার্য নির্বাহক সমিতি। এই সমিতি সার্বিক প্রাপ্ত বয়স্কের ভোটদানের অধিকার কে স্বীকৃতি দেয়।
- চার বছর অন্তর রাষ্ট্রপতি নির্বাচন : সার্বিক প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে ৭৫০ সদস্যের এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়। এই আইনসভায় চার বছর অন্তর রাষ্ট্রপতি নির্বাচনের নীতি গৃহীত হয়।
- নিম্ন বুর্জোয়াদের ক্ষমতায়ন : ১৮৩০ সালে জুলাই বিপ্লবের ফলে রাজনৈতিক ক্ষমতা অভিজাতাদের হাত থেকে উচ্চ বর্জ্যুয়াদের হাতে চলে যায়। আর ১৮৪৮ সালে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে সেই ক্ষমতা নিম্নবর যাদের হাতে চলে যায়।
- মেটারনিকতন্ত্রের প্রভাব : ফ্রান্স মেটারনিকতন্ত্রের প্রভাব থেকে মুক্ত হয়।
- কবি সাহিত্যিকদের নেতৃত্ব : ফেব্রুয়ারি বিপ্লবের যোগ দিয়ে কবি সাহিত্যিক সাংবাদিক এবং অধ্যাপকরা রাজনৈতিক নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ফলে ফেব্রুয়ারি বিপ্লব জনতার বিপ্লব হিসাবে চিহ্নিত হয়।
ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব :
- সামন্ততন্ত্রের পতন : ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ইউরোপে সামন্ততন্ত্রের পতন সুনিশ্চিত হয়। এরই সূত্র ধরে ভূমিদাস প্রথা বিলুপ্ত হতে শুরু করে।
- প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব : ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে প্রায় ১৫ টি ইউরোপীয় দেশে মেটানিক ব্যবস্থার বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হয়; যা পরবর্তীকালে ইউরোপ ছাড়িয়ে প্রায় সমগ্র বিশ্বের ছড়িয়ে পড়ে। ঐতিহাসিক এরিক হবসবম এই প্রভাবের কথা মাথায় রেখে ফেব্রুয়ারি বিপ্লবকে প্রথম সম্ভাব্য বিশ্ববিপ্লব বলে অভিহিত করেছেন।
- ঐক্য আন্দোলনের সূত্রপাত : ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে জার্মানির বিভিন্ন অঞ্চলে উদারনৈতিক আন্দোলন শুরু হয়। এরই সূত্র ধরে জার্মানির ঐক্য আন্দোলনের সুপ্রভাত ঘটে।
- ইতালির ঐক্য আন্দোলন গতি পায : ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ইতালির বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী আন্দোলনে জোয়ার আসে। ম্যাৎসিনি ও ক্যাভুরের হাত ধরে ইতালির ঐক্য আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে।
- জাতীয়তাবাদী আন্দোলন শুরু : ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে সমগ্র ইউরোপ জুড়ে জাতীয়তাবাদী আন্দোলন আছড়ে পড়ে। স্পেন পর্তুগাল নরওয়ে সুইজারল্যান্ড এমনকি ইংল্যান্ডেও জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়।
মূল্যায়ন :
বস্তুত ১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের ফুলকি গোটা ইউরোপকে আলোড়িত ও আলোকিত করেছিল। ঐতিহাসিক লজ (Lodeg) এর ভাষায়, " The Spark that flew from the France furnace fell on unsound timbers of Europe and caused a great conflagration"*. তবে মনে রাখতে হবে, ইউরোপের জাতীয়তাবাদী আশা-আকাঙ্ক্ষা এই বিপ্লবের মধ্য দিয়ে প্রকাশিত হলেও তা পূর্ণ হতে আরো কয়েক দশক অপেক্ষা করতে হয়েছিল।
* ফ্রান্সের চুল্লি থেকে উড়ে আসা স্ফুলিঙ্গ ইউরোপের অস্থির কাঠের উপর পড়েছিল এবং একটি বড় দাবানল সৃষ্টি করেছিল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন