শক্তিসাম্য নীতি বলতে কী বোঝ?
নেপোলিয়নের পতনের পর ১৮১৫ সালে অনুষ্ঠিত ভিয়েনা সম্মেলনের তৃতীয় গুরুত্বপূর্ণ নীতি হল শক্তিসাম্য নীতি। এই নীতির মূল কথা হল, সামরিক দিক থেকে ফ্রান্সকে দুর্বল করে এবং প্রতিবেশদের সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে ইউরোপে শক্তির ভারসাম্য রক্ষা করা। এই নীতি অনুযায়ী -
- ফ্রান্সের সেনা বাহিনী ভেঙে দিয়ে সেখানে মিত্র পক্ষের সেনাবাহিনীকে ৫ বছরের জন্য নিয়োগ করা হয়।
- ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের যে সীমানা ছিল তা তাকে দেওয়া।
- ফ্রান্সকে ক্ষতিপূরণ হিসাবে ৭০ কোটি ফ্রাঁ দিতে বাধ্য করা।
- ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ফ্রান্সের চারপাশে একটি শক্তিশালী রাষ্ট্ৰবেষ্টনী গড়ে তোলা হয়।
-----------------xx------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন