কে, কাকে, কেন 'জনতার বিপ্লব' বলে অভিহিত করেছেন?
কাকে কেন 'জনতার বিপ্লব' বলা হয়? |
Who, whom, called the revolution of the masses?
ঐতিহাসিক ডেভিড টমসন ১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবকে জনতার বিপ্লব হিসাবে অভিহিত করেছেন।
১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সে ব্যাপক পরিবর্তন সূচিত করে। মেটারনিকতন্ত্রের প্রভাব মুক্ত করে দেশে জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক ভাবধারার বিকাশকের অনুকূল পরিবেশ তৈরি হয়। সর্বপরি, নিম্নবর্গের বুর্জোয়া জনগণ বিপুল সংখ্যায় এই বিপ্লবে অংশগ্রহণ করে এবং ফ্রান্সের কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং অধ্যাপক সহ নিম্ন বুর্জোয়া শ্রেণির মানুষ এই বিপ্লবে যোগ দিয়ে রাজনৈতিক নেতৃত্বে উঠে আসে।
এইভাবে ফরাসি জনগনের সার্বিক অংশগ্রহন লক্ষ্য করে ঐতিহাসিক ডেভিড টমসন ফেব্রুয়ারি বিপ্লবকে 'জনতার বিপ্লব' হিসাবে অভিহিত করেছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন