ক্ষতিপূরণ নীতি কী?
What is the Policy of Compensation |
নেপোলিয়নের পতনের পর ভিয়েনা সম্মেলনে গৃহীত তিনটি মূল নীতির একটি হল ক্ষতিপূরণ নীতি। এই নীতির মূল কথা হল নেপোলিয়নের দ্বারা ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং যারা নেপোলিয়নের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই চালিয়েছেন তাদের পুরস্কৃত করা।
এই নীতি অনুযায়ী :
- অস্ট্রিয়াকে পোল্যান্ডের কিছু অংশ, লম্বার্ডি ভেনিশিয়া, টায়রণ এবং ইলিরিয়া অঞ্চল,
- প্রাশিয়াকে পোজেন,থর্ন ডানজিগ, রাইন অঞ্চল, স্যাক্সনির উত্তরাংশ ও পশ্চিমাংশ,
- রাশিয়াকে ফিনল্যান্ড, বেসারাবিয়া ও পোল্যান্ডের অনেকখানি অংশ এবং
- ইংল্যান্ডকে সিংহল, কেপি কলোনি, মাল্টাদ্বীপ, হোলি গোল্যান্ড ও আইওনিয়ান দ্বীপপুঞ্জ দেওয়া হয়।
--------------xx------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন