নবম শ্রেণি । প্রাককথন অধ্যায়। ইউরোপ ও আধুনিক যুগ, অতিসংক্ষিপ্ত প্রশ্ন :
খ - বিভাগ
উত্তরগুলো তোমার স্কুলের টেক্সট বই খুঁটিয়ে পড়ো, পেয়ে যাবে। না পেলে নিচে কমেন্ট বক্সে জানাও। করে দেওয়া হবে।
২) একটি বাক্যে উত্তর দাও :
১) সম্রাট শার্লামেন কত সালে পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট পদে অভিষিক্ত হন?
উত্তর : সম্রাট শার্লামেন ৮০০ সালে ২৫শে ডিসেম্বর পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট পদে অভিষিক্ত হন।
২) সম্রাট শার্লামেনের মাথায় কে কোথায় প্রাচীন রোমান সম্রাটের স্বর্ণমুকুট পরিয়ে দেন?
উত্তর : সম্রাট শার্লামেনের মাথায় পোপ তৃতীয় লিও সেন্ট পিটার্স গির্জায় প্রার্থনারত অবস্থায় প্রাচীন রোমান সম্রাটের স্বর্ণমুকুট পরিয়ে দেন।
৩) কোন রোমান সম্রাটের আমলে পোপ ও সম্রাটের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছিল?
উত্তর ঃ রোমান সম্রাট চতুর্থ হেনরির আমলে পোপ ও সম্রাটের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছিল
৪) রোমান সম্রাট চতুর্থ হেনরির সঙ্গে পোপ সপ্তম গ্রেগরির বিরোধের কারণ কী ছিল?
উত্তর ঃ রোমান সম্রাট চতুর্থ হেনরির সঙ্গে পোপ সপ্তম গ্রেগরির বিরোধের কারণ ছিল - পদমর্যাদায় কে বড়, পোপ না সম্রাট, এই বিষয়ে মতপার্থক্য।
৫) ওয়ার্মসের চুক্তি কতসালে কাদের মধ্যে হয়েছিল?
উত্তর ঃ ওয়ার্মসের চুক্তি ১১২২ সালে সম্রাট পঞ্চম হেনরির ও পোপ দ্বিতীয় ক্যালিক্সটাসের মধ্যে হয়েছিল
৬) ইউরোপের ইতিহাসের মধ্যযুগের প্রধান ভিত্তি কী ছিল?
উত্তর ঃ ইউরোপের ইতিহাসের মধ্যযুগের প্রধান ভিত্তি ছিল সামন্তপ্রথা বা সামন্ততন্ত্র।
৭) সামন্ত প্রথার মূল ভিত্তি কী ছিল?
8) কোন সময় ইউরোপে সামন্ত প্রথার চরম বিকাশ ঘটেছিল?
৯) কোন সময় থেকে ইউরোপে সামন্ততন্ত্রের অবক্ষয়ের শুরু হয়েছিল?
১০) বেষ্টনী প্রথা কী?
১১) পোল্ডার ভূমি কী?
১২) ব্ল্যাক ডেথ বলতে কী বোঝ?
১৩) ক্রুসেডের একটি ইতিবাচক ফলাফল উল্লেখ করো।
১৪) রেনেসাঁস কথার অর্থ কী? নবজাগরণ কথার অর্থ কী?
১৫) রেনেসাঁস বলতে কী বোঝ? নবজাগরণ বলতে কী বোঝো?
১৬) একজন মানবতাবাদীর নাম লেখ।
১৭) মানবতাবাদের বৈশিষ্ট্য লেখো।
১৮) ইউরোপে মানবতাবাদের প্রথম প্রকাশ দেখা দেয় কোন ক্ষেত্রে?
১৯) মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয় - একথা কোন মতবাদের মূল বক্তব্য?
২০) কে মানবদেহের ব্যবচ্ছেদ করে দেহের রক্ত সঞ্চালন সম্পর্কে আলোকপাত করেছিলেন?
২১) লিওনার্দো-দ্য -ভিঞ্চি কে ছিলেন?
২২) লিওনার্দো দা ভিঞ্চির দুটি বিখ্যাত চিত্রকল্পের নাম লেখ।
২৩) লিওনার্দো দা ভিঞ্চি কত সালে মারা যান?
২৪) মোনালিসা কার বিখ্যাত চিত্রকর্ম?
২৫) মানবদেহের ব্যবচ্ছেদের জন্য বিখ্যাত হয়ে আছেন এমন একজন চিত্র শিল্পীর নাম করো।
২৬) মানবদেহে রক্ত সঞ্চালন সম্পর্কে সর্বপ্রথম আলোকপাত করেন কে?
২৭) মাইকেল এঞ্জেলো (মিকেলেঞ্জোলো) কিজন্যবিখ্যাত?
২৮) মাইকেল এঞ্জেলোর সর্বশ্রেষ্ঠ চিত্রকল্পের নাম কী?
২৯) মাইকেলেঞ্জেলোর দুটি গুরুত্বপূর্ণ চিত্রকল্পের নাম লেখ।
৩০) মাইকেলেঞ্জেলোর সর্বশ্রেষ্ঠ ভাস্কর্যের নাম লেখ।
৩১) কত সালে মাইকেল এঞ্জেলো মৃত্যুবরণ করেন?
৩২) এমন একজন মানবতাবাদীর নাম লেখ যিনি বহুমুখী প্রতিভার অধিকারী?
৩৩) নবজাগরণের অগ্রগতির সর্বাপেক্ষা প্রধান ও গুরুত্বপূর্ণ কারণ কী ছিল?
৩৪) কে কতসালে আধুনিক মুদ্রণ পদ্ধতি উদ্ভাবন করেন?
৩৫) মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কে বৈজ্ঞানিক আইনস্টাইন কি বলে অভিহিত করেছিলেন?
৩৬) কোন সময় এবং কোথায় বারুদ আবিষ্কার হয়েছিল?
৩৭) কোন বিজ্ঞানী বারুদ এর ব্যাপক ব্যবহার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন?
৩৮) বারুদের আবিষ্কার গুরুত্বপূর্ণ কেন?
৩৯) আধুনিক বিজ্ঞানচর্চার মূল উদ্দেশ্য কী ছিল?
৪০) কে কেন 'বিস্ময়কর ডাক্তার' নামে পরিচিত হয়েছিলেন?
৪১) 'রয়াল সোসাইটি' কে কী উদ্যেশে গড়ে তুলেছিলেন?
৪১) কাকে কেন পরীক্ষামূলক দর্শনের জনক বলা হয়? কাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়?
৪২) গ্যালিলিও কিজন্য বিখ্যাত ?
৪৩) 'দোলনের সূত্র' কে আবিষ্কার করেন?
৪৪) পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে - কে প্রমাণ করেন? পৃথিবী স্থির নয়, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে - এ কথা কে প্রথম প্রমাণ করেন?
৪৫) 'ডায়লগ অব দ্য টু গ্রেট সিস্টেম অব দ্য ইউনিভার্স' কার লেখা?
৪৬) কত সালে কাদের হাতে কনস্টান্টিনোপলের পতন ঘটে?
৪৭) পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম কি ছিল?
৪৮) ভৌগলিক আবিষ্কারে বা সমুদ্র যাত্রায় কোন কোন আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল?
৪৯) ভৌগলিক আবিষ্কার বা সমুদ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এমন কয়েকজন নাবিক এর নাম লেখ।
৫০) মেরিনার্স কম্পাস নৌ কম্পাস কবে কোথায় প্রথম আবিষ্কার হয়েছিল?
৫১) কে কবে আধুনিক ও উন্নত নৌ কম্পাস তৈরি করেছিলেন?
৫২) সপ্তম হেনরি কোন রাজবংশের রাজা ছিলেন?
৫৩) ইংল্যান্ডে কার আমলে নিরঙ্কুশ রাজতন্ত্র কায়েম হায়েছিল?
৫৪) ইংল্যান্ডের কোন রাজা ধর্ম ব্যবস্থাকে সরাসরি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসেন?
৫৫) কত সালে ইংল্যান্ডের গৃহযুদ্ধ শুরু হয়েছিল?
৫৬) ইংল্যান্ডের গৃহযুদ্ধের সময় রাজা কে ছিলেন?
৫৭) কত সালে ইংল্যান্ডের রাজা চার্লসের মুন্ডচ্ছেদ করা হয়?
--------##---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন