নবম শ্রেণি । প্রাককথন অধ্যায়। ইউরোপ ও আধুনিক যুগ, বহুবিকল্পধর্মী প্রশ্ন ও উত্তর :
বিভাগ - ক
১) সঠিক উত্তর নির্বাচন করো :
১.১) কত সালে রোম সাম্রাজ্যের পতন হয়? ক) ৪৭৬ সালে, খ) ৪৬৭ সালে, গ) ৫৭০ সালে, ঘ) ৮০০ সালে।
উত্তর ঃ ক) ৪৭৬ সালে
১.২) সম্রাট শার্লামেন সিংহানে বসেন -ক) ৫৭০ সালে, খ) ৬৫৭ সালে, গ) ৮০০ সালে, ঘ) ৪৭৬ সালে।
উত্তর ঃ গ) ৮০০ সালে
১.৩) সম্রাট শার্লামেন কোন সাম্রাজ্যের রাজা ছিলেন?
ক) রোমান সাম্রাজ্যের, খ) আরব সাম্রাজ্যের, গ) গ্রিক সাম্রাজ্যের, ঘ) চিন সাম্রাজ্যের।উত্তর ঃ ক) রোমান সাম্রাজ্যের
১.৪) সম্রাট শার্লামেন ছিলেন -
ক) গ্রিক জাতির লোক, খ) ফ্রাঙ্ক জাতির লোক, গ) রোমান জাতির লোক, ঘ) আরব জাতির লোক।উত্তর ঃ খ) ফ্রাঙ্ক জাতির লোক
১.৫) কে শার্লামেনর মাথায় প্রাচীন রোমান সম্রাটের স্বর্ণ মুকুট পরিয়ে দেন?
ক) পোপ প্রথম লিও, খ) পোপ দ্বিতীয় লিও, গ) পোপ তৃতীয় লিও, ঘ) পোপ চতুর্থ লিও।উত্তর ঃ গ) পোপ তৃতীয় লিও
এই অধ্যায়ের আরও মকটেস্ট দেখা ও দেওয়ার জন্য এখানে ক্লিক করো
মনে রেখো :এই অধ্যায় থেকে বার্ষিক অভীক্ষায় কোনো প্রশ্ন থাকে না। তবে কোনো কোনো শিক্ষক অন্যান্য অভীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন দিয়ে থাকেন।
সুতরাং অবশ্যই অন্যান্য অধ্যায়ের মতোই গুরুত্ব সহকারে এই অধ্যায়টিও পড়বে। তাছাড়া এই অধ্যায়টি ঠিকমত বুঝতে না পারলে, অন্য অধ্যায়গুলো বোঝা ও ইতিহাসবোধ অর্জন কঠিন হয়ে দাঁড়াবে।
সুতরাং অবশ্যই অন্যান্য অধ্যায়ের মতোই গুরুত্ব সহকারে এই অধ্যায়টিও পড়বে। তাছাড়া এই অধ্যায়টি ঠিকমত বুঝতে না পারলে, অন্য অধ্যায়গুলো বোঝা ও ইতিহাসবোধ অর্জন কঠিন হয়ে দাঁড়াবে।
---------##---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন