১) সঠিক উত্তর নির্বাচন কর: ১x১০ = ১০
১ ‘আমিই রাষ্ট্র’ - একথা বলতেন - ক) দশম চার্লস, খ) চতুর্দশ লুই, গ) পঞ্চদশ লুই, ঘ) ষোড়শ লুই।
২) ফ্রান্সে ধর্মকরকে বলা হত - ক) করভি, খ) তেরাজ, গ) টাইদ, ঘ) গ্যাবেলা।
৩) ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর - বলেছেন - ক) মন্তেস্কু, খ) ভলতেয়ার, গ) অ্যাডাম স্মিথ, ঘ) কুয়েসনে।
৪) ষোড়শ লুইকে হত্যা করা হয়েছিল ১৭৯৩ সালের - ক) ২১ শে জানুয়ারি, খ) ৩০ শে জানুয়ারি, গ) ১৪ই জুলাই, ঘ) ২১ শে ফেব্রুয়ারি।
৫) ফরাসি বিপ্লব হয়েছিল - ক) ১৬৭৯, খ) ১৮৭৯ গ) ১৭৮৯, ঘ) ১৯৮৯ সালে।
৬) ‘ওয়ার অ্যান্ড পিস’ গ্রন্থটির রচয়িতা হলেন - ক) জন লক, খ) লিও টলস্টয়, গ) লেফেভর, ঘ) অ্যাডাম স্মিথ।
৭) ফরাসি চার্চকে দেয় করকে বলা হত – অ) করভি, আ) সেন্স, ই) টাইথ, ঈ) ক্যাপিটেশন।
৮) কত সালে বাস্তিল দুর্গের পতন হয় – অ) ১৬১৪, আ) ১৬১৫, ই) ১৭১৬, ঈ) ১৭৮৯।
৯) ‘আমি বিপ্লবের সন্তান’ – এ কথা কে বলেছেন – অ) চতুর্দশ লুই, আ) পঞ্চদশ লুই, ই) ষোড়শ লুই, ঈ) নেপোলিয়ন।
বিভাগ -ক
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন