নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়। অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। ঊনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত
ক - বিভাগ :
১) যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও। ১x৮ = ৮ (প্রশ্নের মান - ১)
[এই অধ্যায় (তৃতীয়) থেকে ৩টি প্রশ্ন দেওয়া হবে। ৩টি প্রশ্নেরই উত্তর করতে হবে।]
১) সঠিক উত্তর নির্বাচন কর: ১
১) ভিয়েনা সম্মেলনের সূচনা হয় - ক) ১৮০৫ সালে, খ) ১৮১০ সালে, গ) ১৮১৫ সালে, ঘ) ১৮২০ সালে।
২) মেটারনিককে বলা হয় - ক) কূটনীতির রাজপুত্র, খ) মেটারনিক যুগ, গ) মেটারনিক পদ্ধতি, ঘ) বিল্পবের সন্তান।
১) ভিয়েনা সম্মেলনের সূচনা হয় - ক) ১৮০৫ সালে, খ) ১৮১০ সালে, গ) ১৮১৫ সালে, ঘ) ১৮২০ সালে।
২) মেটারনিককে বলা হয় - ক) কূটনীতির রাজপুত্র, খ) মেটারনিক যুগ, গ) মেটারনিক পদ্ধতি, ঘ) বিল্পবের সন্তান।
৩) কে ‘ইয়ং ইতালি’ কে প্রতিষ্ঠা করেন – অ) নেপোলিয়ান বোনাপার্ট, আ) ভিক্টর ইমানুয়েল, ই) প্রিন্স মেটারনিক, ঈ) যোসেফ ম্যাৎসিনি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন