কাকে কেন 'মুক্তিদাতা জার' বলা হয়? কাকে কেন 'মুক্তিদাতা জার' বলা হয়? Who and why is called the Liberator Czar? প্রিমিয়ার যুদ্ধে পারাজয়ের ফলে জারতন্ত্রের দুর্বলতা প্রকট হয়ে ওঠে। সাধারণ মানুষও জারতন্ত্রের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে। এই পরিস্থিতিতে রাশিয়ার জার প্রথম নিকোলাসের মারা গেলে তার পুত্র দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ার সিংহাসনে আরোহন করেন এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য নানাবিধ সংস্কারমূলক কাজে হাত দেন। এই সংস্কারগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো রাশিয়ায় ভূমিদাস প্রথা উচ্ছেদ করা। ১৮৬১ সালে ১৯ শে ফেব্রুয়ারি তিনি আইন করে এই প্রথা উচ্ছেদ করেন। ফলে বিপুল সংখ্যক ভূমি দাস, যারা আসলে ক্রীতদাসের মতো জীবন যাপন করত, তারা মুক্তি পায়। আর এই এই কারণে ঐতিহাসিক ই লিপসন জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলে অভিহিত করেছেন। -----------xx------------- এই বিষয়ে বিকল্প প্রশ্ন : রাশিয়ার কোন শাসক, কেন ভূমিদাস প্রথা উচ্ছেদ করেছিলেন? রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় কেন? কে, কাকে, কেন মুক্তিদাতা জার বলে অভিহিত করেছেন? রাশিয়ার...
ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল Causes and consequences of the Crimean War ক্রিমিয়ার যুদ্ধ : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে রাশিয়া তুরস্ক দখল করার চেষ্টা করলে, বলকান অঞ্চলে গুরুতর সংকট সৃষ্টি হয় যা, বলকান সমস্যা নামে পরিচিত। মূলত এই সমস্যাকে কেন্দ্র করে ১৮৫৩ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৮৫৪ সালে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির পিডমন্ট-সার্ডেনিয়া সহ কিছু দেশ তুরস্কের পক্ষ অবলম্বন করলে আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়ার যুদ্ধের সূত্রপাত হয়। ক্রিমিয়ার যুদ্ধের কারণ : ক্রিমিয়ার যুদ্ধের কারণ কে দু ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ। ক্রিমিয়ার যুদ্ধের পরোক্ষ কারণ : রাশিয়ার শক্তি বৃদ্ধি : অটোমান সাম্রাজ্যের দুর্বলতার কারণে বলকান সমস্যা সৃষ্টি হয়। এই সুযোগে রাশিয়া ১৮৩০ সালে তুরস্কের কাছ থেকে বসফরাস ও দার্দানেলস প্রণালীতে রুশ জাহাজ চলাচলের অধিকার আদায় করে। রাশিয়ার এই শক্তি বৃদ্ধিতে ইংল্যান্ড ফ্রান্স ও অস্ট্রেলিয়া আতঙ্কিত হয়ে পড়ে। তুরস্ক দখলের পরিকল্পনা : ১৮৫৩ সালে রাশিয়া ইংল্যান্ড এর কাছে তুরস্ককে ব্যবচ্ছে...