অভিষেক দ্বন্দ্ব কী ?
পবিত্র রোমান সাম্রাজ্যের সূচনা থেকেই সম্রাট ও পোপের মধ্যে মর্যাদার লড়াই চলছিল। সম্রাট শার্লামেনের সময় উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয়। কিন্তু তাঁর মৃত্যুর পর রোমান সম্রাট ও পোপের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। প্রশ্ন ওঠে কে বড় - সম্রাট না পোপ? অর্থাৎ কে কাকে নিয়োগ বা অভিষিক্ত করার অধিকারি? এই নিয়ে উয়ের মধ্যে যে বিরোধ বা দ্বন্দ্ব শুরু হয় তা-ই অভিষেক দ্বন্দ্ব নামে পরিচিত।
----------##----------
এই বিভাগের অন্যান্য প্রশ্ন
১) কে কীভাবে সম্রাট শার্লামেন কে রোমান সাম্রাজ্যের সম্রাট পদে অভিষিক্ত করেছিলেন?উত্তর পেতে এখানে ক্লিক করো।
২) অভিষেক দ্বন্দ্ব কী ?উত্তর পেতে এখানে ক্লিক করো।
৩) ওয়ার্মসের চুক্তি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই চুক্তির ফলাফল বা তাৎপর্য নির্ণয় করো।উত্তর পেতে এখানে ক্লিক করো।
৪) সার্ফ কাদের বলা হয়?উত্তর পেতে এখানে ক্লিক করো।
৫) ব্ল্যাক ডেথ কী?উত্তর পেতে এখানে ক্লিক করো।
৬) আধুনিক যুগে কীভাবে ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল লেখ।উত্তর পেতে এখানে ক্লিক করো।
৭) রেনেসাঁ শব্দটির উৎস কী? এর অর্থ লেখ।
8) লিওনার্দো দা ভিঞ্চি কে ছিলেন? তিনি কি জন্য বিখ্যাত?
৯) মাইকেল এঞ্জেলো কে ছিলেন? তিনি কি জন্য খ্যাতি লাভ করেছেন?
১০) কে কত সালে কোথায় আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন?
১১) বারুদের আবিষ্কার আধুনিক যুগকে কীভাবে প্রভাবিত করেছিল?
১২) আধুনিক বিজ্ঞান চর্চার মূল উদ্দেশ্য কী ছিল?
১৩) কাকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়?
১৪) কাকে কেন পরীক্ষামূলক দর্শনের জনক বলা হয়?
১৫) রয়াল সোসাইটি কী? কে কি উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করেন?
১৬) গ্যালিলিও কে ছিলেন? তার একটি গুরুত্বপূর্ণ আবিষ্কারের নাম লেখ।
১৭) পোপ কেন গ্যালিলিওকে ধর্মদ্রোহী বলে ঘোষণা করেছিলেন?
১৮) স্পেনীয় আর্মাডা কী?
১৯) কত সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয়? এই বিপ্লবকে গৌরবময় বিপ্লব বলা হয় কেন?
২০) ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের ফলাফল কী হয়েছিল?
৬) আধুনিক যুগে কীভাবে ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল লেখ।
উত্তর পেতে এখানে ক্লিক করো।
৭) রেনেসাঁ শব্দটির উৎস কী? এর অর্থ লেখ।
8) লিওনার্দো দা ভিঞ্চি কে ছিলেন? তিনি কি জন্য বিখ্যাত?
৯) মাইকেল এঞ্জেলো কে ছিলেন? তিনি কি জন্য খ্যাতি লাভ করেছেন?
১০) কে কত সালে কোথায় আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন?
১১) বারুদের আবিষ্কার আধুনিক যুগকে কীভাবে প্রভাবিত করেছিল?
১২) আধুনিক বিজ্ঞান চর্চার মূল উদ্দেশ্য কী ছিল?
১৩) কাকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়?
১৪) কাকে কেন পরীক্ষামূলক দর্শনের জনক বলা হয়?
১৫) রয়াল সোসাইটি কী? কে কি উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করেন?
১৬) গ্যালিলিও কে ছিলেন? তার একটি গুরুত্বপূর্ণ আবিষ্কারের নাম লেখ।
১৭) পোপ কেন গ্যালিলিওকে ধর্মদ্রোহী বলে ঘোষণা করেছিলেন?
১৮) স্পেনীয় আর্মাডা কী?
১৯) কত সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয়? এই বিপ্লবকে গৌরবময় বিপ্লব বলা হয় কেন?
২০) ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের ফলাফল কী হয়েছিল?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন