মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র কী? এই ঘোষণাপত্রের মূলকথা কী ছিল?
১৭৮৯ খ্রিস্টাব্দের ২৬ আগস্ট ফ্রান্সের 'সংবিধান সভা' একটি ঘোষণাপত্রে মানুষের অধিকারের কথা ঘোষণা করে। এটি রচিত হয়েছিল 'আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র', রুশো ও লকের দার্শনিক মতবাদ ও ইংল্যান্ডের 'বিল অব রাইটস' প্রভৃতির ওপর ভিত্তি করে। এই ঘোষণাপত্রটি 'মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা’ নামে পরিচিত। মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণায় বলা হয় -
১) স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার ও পবিত্র অধিকার।
১) স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার ও পবিত্র অধিকার।
২) আইনের চোখে সকলেই সমান।
৩) আইনের উৎস হল জনমত।
৪) সম্পত্তির অধিকার একটি পবিত্র অধিকার।
৫) স্বাধীনভাবে ধর্ম পালন ও মতামত প্রকাশের অধিকার সকলের আছে।
৬) সমস্ত নাগ্রিকের ওপর করভার সমভাবে প্রযোজ্য হবে।
৭) আইনি সাহায্য ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা বা কারাদন্ড দেওয়া যাবে না।
আসলে এই ঘোষণাপত্রের দ্বারা ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ - সাম্য, মৈত্রী ও স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন